একাধিক কারণে বর্তমানে তেড়েফুড়ে মহাকাশ অভিযানে মেতে উঠেছে নাসা। সামনেই রয়েছে তাদের একাধিক অভিযান। সেই সূত্রেই ইতিহাস গড়তে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, সিরিষা বান্দলা-র পর মহাকাশে পাড়ি দিতে চলেছেন রাজা চারী। কে এই রাজা চারী? আসুন শুনে নিই।
আগামী দিনে একাধিক মহাকাশ অভিযানের ভাবনা রয়েছে নাসার। সেই মিশনগুলি যাতে ত্রুটিহীন হয় শুরু হয়ছে তার প্রস্তুতি। সেই কারণেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস-এ ফের নভশ্চর পাঠাতে চলেছে সংস্থাটি। যে অভিযানের নাম ‘স্পেসএক্স ক্রু-৩’। স্পেসএক্সের রকেটে চেপে চার নভশ্চর যাবেন আইএসএস-এ। ইতিমধ্যে এই কাজে চার নভশ্চরকে বেছে নিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থাটি। আর এই চারজনের একজন হলেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারী।
আরও শুনুন: ঘাম-অশ্রু-রক্ত-মূত্র উপকরণ, এই দিয়েই মহাকাশে ইমারত গড়বে মানুষ?
ইউএস এয়ারফোর্স, এমআইটি এবং ইউএস নাভাল টেস্ট পাইলট স্কুলের স্নাতক রাজা। পুরো নাম রাজা জন বরপুতুর চারী। ৫৫ বছর বয়স। ইতিমধ্যে ২ হাজার ৫০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজা নাসায় যোগ দেন ২০১৭ সালে। দু-বছরের প্রশিক্ষণ শেষে এখন পুরোদস্তুর মহাকাশচারী। নাসার বেশ কিছু ভবিষ্যৎ মিশনের ভাবনায় রয়েছেন ভারতের রাজা। যেমন, ২০২৪ সালে ফের চাঁদে মানুষ পাঠাতে চায় নাসা। এক্ষেত্রে চাঁদে একজন মহিলা মহাকাশচারীকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেই অভিযানকে সফল করতে আগেভাগে রাজার নেতৃত্বে আইএসএস-এ পাড়ি দিতে চলেছে নাসার চার নভশ্চর। সব ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর স্পেসএক্সের রকেট রওনা দেবে মহাকাশের উদ্দেশে।
আরও শুনুন: মতপ্রকাশের অধিকার বাঁচিয়ে রাখে সংবাদমাধ্যম, স্বীকৃতি নোবেল কমিটির
নয়া অভিযানে রাজার সঙ্গীরা হলেন কাইলা ব্যারোন, ম্যাথিয়াস মুরার ও টম মার্শবার্ন। নয়া মহাকাশ সফরে দু’টি পর্বে কমান্ডার ও পাইলটের ভূমিকায় থাকছেন রাজা ও টম মার্শবার্ন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, একাধিক কাজে আইএসএসে ছ’মাস কাটাবে রাজার টিম।
অর্থাৎ কিনা মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়তে চলেছেন আরও এক ভারতীয়। এর আগে স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস ও সিরিষা বান্দলা মহাকাশে গিয়েছেন। পঞ্চম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে সেই কৃতিত্ব অর্জন করতে চলেছেন রাজা।