রাজীব গান্ধীর পরিবর্তে মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কার। কাশ্মীর সীমান্তে অস্ত্রবৃষ্টি পাকিস্তানের। দেশে একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। ফলপ্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 5 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ ভারতের, কুস্তিতে রুপো
বিস্তারিত খবর:
1. নাম বদল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের। নতুন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
খেলরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়াসম্মান। ১৯৯১-৯২ সাল থেকে দেশের সেরা ক্রীড়াবিদদের স্বীকৃতি হিসাবে নিয়মিত এই পুরস্কার দিয়ে থাকে ভারত সরকার। ইতিমধ্যেই শচীন তেণ্ডুলকর, অভিনব বিন্দ্রা, বিশ্বনাথন আনন্দ, পঙ্কজ আডবানী, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রীড়াবিদরা খেলরত্ন পেয়েছেন। ৪১ বছর বাদে এবছর অলিম্পিক হকিতে পদক এনেছে ভারতীয় পুরুষ দল। চার দশক বাদে অলিম্পিকের সেমিফাইনালে উঠে চতুর্থ স্থান পেয়েছে মহিলা দলও। ঠিক এই সময়ই হকির জাদুকর ধ্যানচাঁদকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী।
যদিও, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরানোয় নিয়ে কোনও কোনও মহলে বিতর্ক উঠেছে।
2. ড্রোন থেকে অস্ত্রবৃষ্টি কাশ্মীর সীমান্তে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার ভোরে সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখার পাশে দেখা মেলে এক সন্দেহজনক ড্রোনের। তবে কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায় সেটি। সঙ্গে সঙ্গে ওই এলাকায় তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। উদ্ধার হয় অত্যাধুনিক পিস্তল, কার্তুজ ও বোমা তৈরির সরঞ্জাম। সূত্রের খবর, জেহাদিদের জন্য হাতিয়ারগুলি নিয়ে এসেছিল পাকিস্তানি ড্রোনটি। তবে সীমান্তে সতর্ক প্রহরা থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে জম্মু এয়ারফোর্স স্টেশনে বোমা ফেলে পালায় দু’টি পাকিস্তানি ড্রোন। তারপর থেকেই জম্মু ও কাশ্মীরে ড্রোনের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে। সামনেই স্বাধীনতা দিবস। তার আগে ড্রোনের সাহায্যে বড়সড় হামলার ছক কষতে পারে পাকিস্তান। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকার জন্য কড়া নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। একইসঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো আরও মজবুত করে এবার ১০টি ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ বা ড্রোন বিধ্বংসী হাতিয়ার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।