তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে তুলোধোনা মমতার। ছাত্র যুবদের উদ্দেশে বড় ঘোষণা। ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। কাবুল বিমানবন্দরে হামলার বদলা। মার্কিন ড্রোন হানায় নিকেশ কাবুল হামলার মূলচক্রী ISIS-K জঙ্গি। তালিবানের হাতে কাবুল বিমানবন্দর হস্তান্তরের ইঙ্গিত।
হেডলাইন:
আরও শুনুন: 27 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- হামলাকারীদের রেয়াত নয়, কাবুল বিস্ফোরণের পর হুঁশিয়ারি আমেরিকার
আরও শুনুন: 26 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ, আশঙ্কা বহু হতাহতের
বিস্তারিত খবর:
1. তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভারচুয়াল মঞ্চ থেকে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ শানালেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পড়া নিয়ে। এমনকী, কয়লা মামলায় তৃণমূল নেতাদের নাম জড়ানো নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। তাঁর অভিযোগ, যে কোনও ফাইলে সই করতে গেলে ‘ব্ল্যাকমেল’ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
অনুষ্ঠানে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতার দাবি, এই সরকার মানুষের কথা ভাবে না। ওরা গোটা দেশকে বিক্রি করার ছক কষছে। কেন্দ্রের নয়া প্রকল্প ন্যাশনাল মানিটাইজেশন পলিসি নিয়েও তীব্র আক্রমণ করলেন তিনি। বিজেপির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন, দেশের মাটি কি বিক্রি করা যায়? পেট্রল-ডিজেলের দাম, গ্যাসের দাম নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। ইডি-সিবিআই জোড়া এজেন্সির মধ্যে প্রতিহিংসামূলক রাজনীতিকরণের অভিযোগেও তিনি সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রের মোদি সরকার সকলের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সে বিষয়ে আলোচনা করতে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফের একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফেরার পর তৃণমূলের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যেই আজ ফের শান দিল তৃণমূল নেতৃত্ব।
এদিন পড়ুয়াদের উদ্দেশেও বড় ঘোষণা করলেন মমতা। জানালেন, প্রতি বছর মুখ্যমন্ত্রীর দপ্তরে কাজের সুযোগ পাবে ৫০০ জন পড়ুয়া। এই দপ্তরের ফিল্ডওয়ার্কের জন্য তাদের ইন্টার্নশিপ করাবে রাজ্য সরকার।
2. আর শুধু বাংলায় নয়, এবার গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব।” তুলে আনলেন বাংলায় বিজেপির পরাজয়ের কথাও।
এদিন অভিষেকের সংক্ষিপ্ত বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল ত্রিপুরার কথা। বঙ্গজয়ের পর থেকে উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা দখলের উদ্দেশে ঝাঁপিয়েছে তৃণমূল। পদে পদে সেখানে বাধা পাচ্ছে ঘাসফুল শিবির। এদিন সেই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ারই বার্তা দিলেন অভিষেক। তাঁর কথায়, “ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই।” অসম, ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর এই কাজে ছাত্র-যুবদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিষেক।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।