চক্রবেড়িয়ার সভা থেকে ‘দিল্লি’র ডাক মমতার। করোনার আশঙ্কায় দুর্গাপুজোর সময়ে নির্দিষ্ট গাইডলাইন চেয়ে হাই কোর্টে মামলা। গোয়ায় তৃণমূলের জমি শক্ত করতে আসরে I-PAC। মহারাষ্ট্রে ন’মাস ধরে গণধর্ষণের শিকার কিশোরী। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়াল দশ।
হেডলাইন:
আরও শুনুন: 22 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- বিজেপিকে দেশছাড়া করার হুঁশিয়ারি মমতার
বিস্তারিত খবর:
1. রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর। তাই চলতি সপ্তাহে টানা প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জৈন মন্দিরে পুজো ও জৈন গুরুদের সঙ্গে সাক্ষাৎ করে চক্রবেড়িয়ায় প্রচারসভায় যোগ দেন তিনি। জৈন মন্দিরে মমতার সঙ্গে ছিলেন সুব্রত বক্সি, দেবাশিস কুমার। সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি বিরোধিতায় সরব হন মমতা। বিজেপির উদ্দেশে বলেন, “ভ-এ ভবানীপুর, ভ-এ ভারতবর্ষ। এই ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু। ভবানীপুর থেকেই বাংলা মুখ্যমন্ত্রী পাবে। ভবানীপুর থেকেই ভারতবর্ষ দেখবে।” ভবানীপুর তাঁর চেনা মাটি। আপাতত জয়ের ব্যবধানে রেকর্ড গড়াই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর তাই প্রায় প্রতিদিনই জনসংযোগ করছেন তিনি।
2. ২০২০ সালে উৎসবের মরশুমে কাঁটা পড়েছিল করোনার দৌলতে। আইনি জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছিল দুর্গাপুজোও। যদিও নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়ে পরে দুর্গাপুজোয় ছাড় দেয় কলকাতা হাই কোর্ট। এ বছরও সেই গাইডলাইন বেঁধে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে দায়ের হওয়া মামলাটির শুনানি শুক্রবার।
চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। অক্টোবরের মধ্যেই তা দেশজুড়ে প্রকোপ ফেলতে পারে বলে সতর্ক করেছে আইসিএমআর থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্যদপ্তরও। এই পরিস্থিতির কথা তুলে উৎসবের মরশুমে নির্দিষ্ট নিয়মবিধি চালু করার আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলাটিতে।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।