এসএসসির গ্রুপ-ডি কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ। তদন্তের ভার সিবিআইকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। জামিনে মুক্তি সায়নী ঘোষের। স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে ধর্না ঘাসফুল শিবিরের। ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস অমিত শাহের। দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হেডলাইন:
আরও শুনুন: 21 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ফের উত্তপ্ত ত্রিপুরা, গ্রেপ্তার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ
আরও শুনুন: 20 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ‘লোকসভায় রাজ্যে ৩-৪ আসন বিজেপির!’ ফাঁস সৌমিত্র খাঁ-র অডিও
বিস্তারিত খবর:
1. জট কাটছে না এসএসসি-র। এ বার এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগে উঠল বেনিয়মের অভিযোগ। সিবিআইয়ের হাতে সেই মামলার তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার হলফনামা জমা দেয় এসএসসি ও মধ্যশিক্ষাপর্ষদ। আর সেই হলফনামা পাওয়ার পরে এমনই রায় দিয়েছে হাইকোর্ট।
সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, দুষ্কৃতীরা কোনও রাজনৈতিক দলের হয় না। দুষ্কৃতীকে চিহ্নিত করতে হবে। তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তারপরই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেয় হাই কোর্ট। ভুয়ো সুপারিশপত্রগুলি খতিয়ে দেখার জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।
2. অবশেষে জামিন পেলেন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। সোমবার বিকেল পাঁচটা নাগাদ আগরতলা আদালতে পেশ করা হয় সায়নীকে। তাঁকে দু-দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিল পুলিশ। তবে শেষপর্যন্ত শর্তসাপেক্ষে জামিন পান সায়নী। তবে তদন্তের স্বার্থে যখনই ডাকা হবে যুব তৃণমূল নেত্রীকে থানায় হাজিরা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। তবে আদালতে সায়নীকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
রবিবার আগরতলায় ভোটের প্রচারে গিয়ে গ্রেপ্তার হন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। ভোট পূর্ব হিংসায় বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে ত্রিপুরা। রবিবারও দিনভর দফায় দফায় চলে রাজনৈতিক সংঘর্ষ। প্রচারে বেরিয়ে হিংসা ছড়ানো, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশে আপত্তিকর মন্তব্য, গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন সায়নী। জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।