ভবানীপুরে শীতলা মন্দিরে পুজো দিলেন মমতা। সঙ্গী অভিষেক-প্রশান্ত কিশোর। নবান্নে মমতার সঙ্গে দেখা করে ‘আপ্লুত’ বাবুল সুপ্রিয়। রাতভর বৃষ্টিতে জলবন্দি কলকাতা। সপ্তাহের শুরুতেই দুর্যোগের কবলে বঙ্গবাসী। শনি ও রবিবার আরও বেশি সময় মিলবে মেট্রো পরিষেবা।
হেডলাইন:
আরও শুনুন: 19 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ‘বাংলায় খেলতে চাই’, দল বদলের পর মন্তব্য বাবুলের
আরও শুনুন: 18 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- অভিষেকের হাত ধরে তৃণমূলে বাবুল
বিস্তারিত খবর:
1. রবিবার গভীর রাত থেকে শুরু করে সোমবার দিনভর বৃষ্টি। তবে বৃষ্টিভেজা দিনেও বিরাম নেই ভোটপ্রচারে। এদিন ভবানীপুরে নবান্নে প্রশান্ত কিশোরের সঙ্গে একান্ত বৈঠক সারলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ভবানীপুরের শীতলা মন্দিরে যান তৃণমূলনেত্রী। নিজে হাতে দেবীকে ফুল অর্পণ করেন তিনি। প্রদীপ হাতে করেন আরতিও। সেখানেও তাঁর সঙ্গে ছিলেন পিকে এবং অভিষেক। শীতলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার পাশাপাশি একাধিক রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। আর সেই দায়িত্ব অভিষেকের কাঁধে তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। সংগঠন বৃদ্ধি নিয়ে পিকের সঙ্গে শলা-পরামর্শ করতে দেখা গিয়েছে অভিষেককে। প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর দিল্লিতে অভিষেক দু’ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন পিকে-র সঙ্গে।
বাংলার গণ্ডি পার করে ইতিমধ্যেই ত্রিপুরা ও অসমের মতো রাজ্যে পা ফেলেছে তৃণমূল। পূর্বাঞ্চলের রাজ্যগুলির পাশাপাশি তৃণমূল কি এবার তাহলে হাত বাড়াচ্ছে উত্তর ভারত তথা গোবলয়ের রাজ্যগুলিতেও? পিকে-অভিষেক-মমতার বৈঠকের পর থেকে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
2. বিজেপি ছেড়ে সবেমাত্র তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সোমবার নির্ধারিত সূচি মেনে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । সঙ্গে ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরে নবান্নে আসেন বাবুল। মুখ্যমন্ত্রীর ঘরে বসে দুজনের মধ্যে আধঘণ্টা কথাবার্তা হয়। নবান্ন থেকে বেরিয়ে এ প্রসঙ্গে বাবুল বলেন, “দিদির ভালবাসা, উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত। মন খুলে কাজ করতে পারব।” তবে দলে তাঁর ভূমিকা কী, তৃণমূল সুপ্রিমো তা ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন বলে জানিয়েছেন বাবুল।
প্রসঙ্গত, ১৮ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন বাবুল। তৃণমূল সূত্রে খবর, লোকসভার সাংসদ পদ ছেড়ে দিতে পারেন তিনি। বদলে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া সাংসদ আসনে রাজ্যসভায় যেতে পারেন বাবুল।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।