সোনিয়া গান্ধীর ডাকে ভারচুয়াল বৈঠকে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অবিজেপি নেতৃত্বের শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রীরা। ভোট-পরবর্তী হিংসা মামলায় তৎপর সিবিআই। ভারতীয় দূতাবাসে তালিবানের হানা। মার্কিন বিদেশ সচিবের সঙ্গে আলোচনায় জয়শংকর। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 18 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- ভিড় এড়াতে বাড়বে ‘দুয়ারে সরকার’ শিবিরের সংখ্যা, তৎপর মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. শুক্রবার বহু প্রতীক্ষিত বৈঠক সেরে ফেলল ১৯ বিরোধী দল। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর ডাকে এদিন বিকেলে ভারচুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অবিজেপি নেতৃত্বের শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রীরা। সেখানে প্রত্যাশামতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রুখতে বিরোধীদের নিয়ে কোর গ্রুপ তৈরির প্রস্তাব দিলেন তিনি। পাশাপাশি তাঁর পরামর্শ, নিজেদের মধ্যেকার ছোটখাটো বিরোধিতা ভুলে ঐক্যবদ্ধ জোট হোক, যা পুরোপুরি বিজেপির বিরুদ্ধে লড়বে। সংসদের বাইরে ও ভিতরে একত্রে চলবে আন্দোলন। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট গঠনের পথে আরেক ধাপ এগোনোর অঙ্গীকারবদ্ধ হলেন বিরোধী নেতারা। বৈঠকে ছিলেন উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, এমকে স্ট্যালিন, হেমন্ত সোরেনরা। তবে গরহাজির ছিল এসপি ও বিএসপি নেতৃত্ব।
2. কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পরই আরও তৎপর সিবিআই। রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে খুন, ধর্ষণ, গণধর্ষণের ঘটনায় FIR-এর নথিপত্র চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছ থেকে সিবিআইয়ের তরফে জানতে চাওয়া হয়েছে, ভোট পরবর্তী বাংলায় ঠিক কতগুলি রাজনৈতিক খুন, ধর্ষণ এবং গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে? পুলিশ আদৌ অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করেছে কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানাতে হবে তাও। কেউ গ্রেপ্তার হয়ে থাকলে ধৃত সম্পর্কিত সমস্ত তথ্যও জানাতে হবে সিবিআইকে। সূত্রের খবর, এই তথ্যের সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্ট খতিয়ে দেখার পরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবারই রায়দান করে কলকাতা হাই কোর্ট। জাতীয় মানবাধিকার কমিশনের দাবিকে কার্যত সিলমোহর দিয়ে হাই কোর্টের তরফে জানানো হয়, খুন, গণধর্ষণ, ধর্ষণের মতো ঘটনার তদন্ত করবে সিবিআই। তদন্তে চারটি বিশেষ দল গঠনের পর এবার রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে মামলা সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠাল সিবিআই।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।