বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। রবিবার ভবানীপুর-সহ ৩ কেন্দ্রের ভোটের ফলপ্রকাশ। এজেন্টদের গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার নির্দেশ বিজেপির। উপনির্বাচনের পরই হতে পারে ২০২০ সালের স্থগিত পুরভোট। মূল্যবৃদ্ধির জেরে ভারতে নয়া রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল।
হেডলাইন:
আরও শুনুন: 1 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- এবারও মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা আদালতের
বিস্তারিত খবর:
1. শনিবার আকাশপথে রাজ্যের ৮ জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের হেলিপ্যাডে নেমে পরিদর্শন করলেন এলাকা। বার্তা দিলেন পাশে থাকার। গ্রাউন্ড রিপোর্ট নিয়ে নবান্নে ফিরে ফের ডিভিসি এবং কেন্দ্র সরকারকে তোপ দাগলেন তিনি। তুলে আনলেন ‘ম্যান মেড বন্যা’র তত্ত্ব। ডিভিসির জল ছাড়ার পদক্ষেপকে দাবি করলেন ‘ক্রিমিনাল অফেন্স’ বলে। ডিভিসির আচরণ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী।
পুজোর ঠিক আগের এই দুর্যোগের জন্য ডিভিসিকেই দুষলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়ার। জলাধারের ড্রেজিং নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঝাড়খণ্ড সরকারকে আলোচনায় বসার আবেদনও জানিয়েছেন তিনি।
গত দু’দিন ধরে একের পর এক জলাধারের ছাড়া জলে ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। ঘরছাড়া লক্ষাধিক। সম্পত্তির ক্ষয়ক্ষতির হিসেব এখনও মেলেনি। শনিবার রাজ্যের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনার পর ক্ষতিপূরণ নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বেরোবেন না। তিন কেন্দ্রের ভোটের ফলপ্রকাশের আগে দলের কাউন্টিং এজেন্টদের এমনটাই নির্দেশ দিল বঙ্গ বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছিল, খারাপ ফলাফলের ইঙ্গিত মিলতেই বহু কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গিয়েছেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতেই নতুন নির্দেশিকা দিল বিজেপির রাজ্য নেতৃত্ব।
রবিবারই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন এবং রাজ্যের দুই কেন্দ্রের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা। রাজনৈতিক মহলের ধারণা, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয় সময়ের অপেক্ষা। ব্যবধান কত হয় সেটাই দেখার। বিজেপির অন্দরেও অনেকে ভবানীপুরের ফলাফল নিয়ে খুব একটা আশাবাদী নন। যদিও ভবানীপুরে ভাল ফল হবে বলেই আশা রাখছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।