বাংলাদেশ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নির্দেশ শেখ হাসিনার। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আমরণ অনশনের সিদ্ধান্ত ১১ জন জুনিয়র ডাক্তারের। বৃষ্টির জেরে বিপর্যয় উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ডে আটকে বাংলার বহু পর্যটক। বেড়েই চলেছে মৃতের সংখ্যা।
হেডলাইন:
আরও শুনুন: 18 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি কলকাতার ইসকন কর্তৃপক্ষের
আরও শুনুন: 17 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বিধিনিষেধের সুফল, দেশে কমল করোনা রোগীর সংখ্যা
বিস্তারিত খবর:
1. বাংলাদেশে দুর্গোৎসব চলাকালে পরিকল্পিতভাবে মন্দির-মণ্ডপে হামলা-ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় হওয়া মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গত বুধবার থেকে বাংলাদেশের অন্তত ১০ জেলায় পুজোমণ্ডপ, মন্দির-সহ হিন্দুদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। রংপুরের পীরগঞ্জে ২৫টি বাড়িতে আগুন, ৯০টির বেশি বাড়িঘরে লুঠপাট এবং ভাঙচুর করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, তাঁদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আরও জানান, হামলার উদ্দেশ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। এই হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। প্রশাসনের অনুমান, কুমিল্লা ও রংপুরে যে ঘটনা ঘটানো হয়েছে তা একই সূত্রে গাঁথা। ২৮টি মামলায় আসামি করা হয়েছে ৯ হাজার ৫২৫ জনকে। মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ২২৯ জন।
2. আলাপ-আলোচনা, আশ্বাস, সরকারের কড়া পদক্ষেপ, সবকিছুর পরেও নিজেদের অবস্থানে অনড় আর জি কর মেডিক্যাল কলেজের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা কাজে ফিরতে নারাজ। উলটে জুনিয়র ডাক্তারদের ১১ জন আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে বিলিরুবিন কমে অসুস্থ হয়ে পড়েছেন ২ জন। তাঁদের স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এদিকে, অচলাবস্থা কাটাতে আর জি করের ৩৮টি বিভাগের বিভাগীয় প্রধানরা স্বাস্থ্যভবনে গেলেন মঙ্গলবার।
সরকারি হাসপাতালের পরিষেবা ফেরাতে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। দুই জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শাস্তির কোপে পড়েছেন অন্যান্য ডাক্তাররাও। আউটডোরে হাজির থেকে চিকিৎসা না করলে তাঁদের অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফে। আন্দোলনের কারণে সরকারি হাসপাতালে এতদিন ধরে পরিষেবা বিঘ্নিত হওয়া নজিরবিহীন বলেই মত সংশ্লিষ্ট মহলের। তার উপর আন্দোলনকারীদের ২ জনের অসুস্থতা এবং আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়ে চিন্তা বাড়ছে কর্তৃপক্ষের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।