প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে টিকাকরণে রেকর্ড গড়ল দেশ। জোটে আগ্রহী হলেও তৃণমূল জানিয়ে দিল মোদির বিকল্প মুখ মমতাই। ভারতের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ চালানোর ছক কষছে পাকিস্তান। সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ স্পষ্ট করলেন সীতারাম ইয়েচুরি। নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানে সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড।
হেডলাইন:
আরও শুনুন: 16 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- পুজোর আগেই প্রাথমিক টেট-এর ফলপ্রকাশের সম্ভাবনা
বিস্তারিত খবর:
1. ৭১-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনটিকে ‘ঐতিহাসিক’ করে তুলতে এদিন দেশে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়ার উদ্যোগ নিল বিজেপি। সেই সঙ্গে শুক্রবার থেকেই শুরু হল ২১ দিনের ‘সেবা ও সমর্পণ’ কর্মসূচি। এদিন সকালে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ আরও অনেকেই। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন যত বেশি সম্ভব মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা গেরুয়া শিবিরের। সেইজন্য বিজেপির বুথকর্মীরাও টিকাকরণের কাজে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইতিমধ্যেই টিকাকরণের সংখ্যা ২ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে বলে খবর।
2. কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার রাস্তা খোলা। কিন্তু জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধী নন, নরেন্দ্র মোদির বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই। জননেত্রীর মুখ সামনে রেখেই গোটা দেশে প্রচার চালাবে তৃণমূল, জানিয়ে দিল দলের মুখপত্র জাগো বাংলা। একই ঘোষণা করা হল উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের কর্মিসভাতেও।
একুশের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। তার পর থেকে চব্বিশের লোকসভাই তৃণমূলের পাখির চোখ। তৃণমূলের কাছে যথেষ্ট পরিষ্কার, বিজেপিকে হারাতে পাশে প্রয়োজন কংগ্রেসকেও। আর তাই নিজেদের মুখপত্রে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দিয়েছে তারা। তবে এবার কংগ্রেসকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তারা। জানিয়ে দিল, মোদির বিকল্প মুখ হিসেবে রাহুল গান্ধীর থেকে এগিয়ে থাকবেন তৃণমূল সুপ্রিমোই।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।