দিল্লি পুলিশের তৎপরতায় বানচাল বড় নাশকতার ছক। ধৃত পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ২ জেহাদি। রাজ্যসভার উপনির্বাচনে সুস্মিতা দেবকে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। ভবানীপুরে মমতার মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে গেল গেরুয়া শিবির। ২২ সেপ্টেম্বর আগরতলায় মহামিছিল তৃণমূলের। ক্রিকেট থেকে অবসর মালিঙ্গার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বানচাল বড় নাশকতার ছক। দিল্লি পুলিশের জালে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত ২ সন্ত্রাসবাদী। আফগানিস্তানে তালিবানের শাসন কায়েম হওয়ার পর এই গ্রেপ্তারিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, স্পেশ্যাল সেলের অফিসারদের তৎপরতায় পাকিস্তানের মদতপুষ্ট একটি জঙ্গি শাখার পর্দা ফাঁস হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয় জঙ্গিকে। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পাওয়া গিয়েছে। পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত দুই জঙ্গি-সহ মোট ছ’জন সন্ত্রাসবাদীকে পাকড়াও করা হয়েছে। সূত্রের খবর, ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার যোগ থাকতে পারে। দিওয়ালি ও নবরাত্রিতে রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের।
2. তৃণমূলে যোগ দিয়ে দায়িত্ব পেয়েছিলেন উত্তর-পূর্বের জনপ্রিয় কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এবার পাচ্ছেন পদও। তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দিল রাজ্যের শাসকদল তৃণমূল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভার একটি উপনির্বাচন রয়েছে। তৃণমূল বিধায়ক মানস ভুঁইঞার ছেড়ে আসা আসনে মনোনীত হলেন সুস্মিতা।
একুশের নির্বাচনে জিতে মানস ভুঁইঞা এই মুহূর্তে রাজ্যের বিধায়ক, মন্ত্রী। তাই সেই আসনে উপনির্বাচন হচ্ছে। সেখানেই প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব। মঙ্গলবার টুইটারে এই ঘোষণা করল তৃণমূল। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হবে।
আগামী ৪ অক্টোবর শুধু এ রাজ্যে নয়, রাজ্যসভার ভোট হতে চলেছে আরও চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে। কমিশন জানিয়েছে, ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার দিন। ২৩ তারিখ মনোনয়নের স্ক্রুটিনি হবে। ২৭ তারিখ নাম প্রত্যাহারের শেষদিন।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।