‘বুর্জ খালিফা’-র ভিড় এড়াতে নবমীর রাতে বিধাননগরে থামবে না কোনও স্টাফ স্পেশ্যাল। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। রাজ্যের কোভিড গ্রাফে মিলল স্বস্তি। পুজোয় দূষণ রোধে কড়া পদক্ষেপ নিল দিল্লির দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। সীমান্তে হামলায় কাশ্মীরিদের মৃত্যুতে পাকিস্তানকে হুঁশিয়ারি অমিত শাহর।
হেডলাইন:
আরও শুনুন: 13 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ১০০ লক্ষ কোটি টাকার গতিশক্তি প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 12 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- বিমান ওঠানামায় সমস্যা, শ্রীভূমিতে নিভল বুর্জ খালিফার আলো
বিস্তারিত খবর:
1. কলকাতার বুকে ‘বুর্জ খালিফা’ দেখতে প্রতিদিন মানুষের ঢল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের জন্য স্টাফ স্পেশ্যালে উপচে পড়ছে ভিড়। সেই কারণে নয়া সিদ্ধান্ত নিল রেল। নবমীর রাতে বিধাননগর স্টেশনে থামানো হবে না শিয়ালদহগামী কোনও ডাউন ট্রেন। শুক্রবার ভোর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। চলতি বছরের দুর্গাপুজোয় মন্ত্রী সুজিত বসুর পুজোর থিমই মন কেড়েছে সকলের। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। কাচ এবং অ্যালুমিনিয়ামের প্লেট দিয়ে তৈরি হয়েছিল বুর্জ খালিফা। প্রতিমাকে সাজানো হয়েছে ৪৫ কেজি সোনার গয়না দিয়ে, যার বাজারদর প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর বিধাননগরের এই মণ্ডপে পৌঁছতে স্টাফ স্পেশ্যালে চড়ছেন অধিকাংশ দর্শনার্থী। যাত্রীদের চাপ সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে রেল। সেই কারণে নবমী বিকেল ৪টে থেকে দশমী ভোর ৪টে পর্যন্ত বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনও লোকাল ট্রেন। যদিও রেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আমজনতা।
2. দুর্গাপুজো, নবরাত্রি চলছে। চলছে ছটপুজোর প্রস্তুতি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, উৎসবের মরশুম এলে দেশে ফের নতুন করে বাড়তে পারে করোনা সংক্রমণ। সেই মতো আগেভাগে সতর্কও করা হয় কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার ৯৮৭ জন। যা বুধবারের তুলনায় বেশ খানিকটা বেশি। এর ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০ জন। এদিকে মৃতের সংখ্যাও বেড়েছে আগের দিনের তুলনায়। দেশে একদিনে কোভিডে প্রাণ হারিয়েছেন ২৪৬ জন। তবে দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেস। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৮০৮ জন। এদিকে, রাজ্যের করোনা পরিসংখ্যানে মিলল স্বস্তি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩০, মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।