গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৭৫। এক ধাক্কায় অনেকটা কমল মৃত্যু। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে ভিভিএস লক্ষ্মণ। নিশ্চিত করলেন বোর্ড সভাপতি সৌরভ। দু’বছর পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। অনলাইনে টিকিট মিলবে সোমবার থেকেই।
হেডলাইন:
আরও শুনুন: 13 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- মাও দমনে বড় সাফল্য মহারাষ্ট্র পুলিশের, হত ২৬ মাওবাদী
আরও শুনুন: 12 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- দু’সপ্তাহ ধরে চলবে কলকাতা বইমেলা, ঘোরা যাবে ভারচুয়ালিও
বিস্তারিত খবর:
1. চলতি মরশুমে বিভিন্ন দপ্তরের হাত ধরে রাজ্যের মুকুটে একগুচ্ছ ‘স্কচ’ (SKOCH) পালক জুড়ল। শিক্ষাদপ্তর, পর্যটন দপ্তরের পর এবার রাজ্যের বনদপ্তরের ঝুলিতে এল সিলভার ‘স্কচ’ পুরস্কার। জাতীয় স্তরের এই পুরস্কার প্রাপ্তির ঘোষণা করা হয়েছে রবিবার।
রাজ্যের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে পরপর বছরগুলোয় বয়ে গিয়েছে ‘ফণী’, ‘আমফান’, ‘যশ’-এর মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। তছনছ হয়ে গিয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল। কিন্তু বিপর্যয় পরবর্তী সময়ে ম্যানগ্রোভ পুনরুদ্ধারে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানগ্রোভ বাঁচাতে বনদপ্তরের এই উদ্যোগের স্পষ্ট উল্লেখ রয়েছে ‘স্কচ’ পুরস্কারের শংসাপত্রে।
এর আগে রাজ্য সরকারের একাধিক দপ্তরের কাজের স্বীকৃতি হিসেবে ‘স্কচ’ পুরস্কার মিলেছে। চলতি বছরের আগস্ট মাসে রাজ্যের মুকুটে যুক্ত হয়েছিল চারটি স্কচ অ্যাওয়ার্ড। শনিবার শিক্ষাদপ্তরের কৃতিত্বে ফের মিলেছে দু’টি গোল্ড অ্যাওয়ার্ড। এ নিয়ে গত তিনমাসে মোট ৮ টি ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্য।
2. ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। কিছুটা হলেও নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। একদিনে রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৮৭৫ জন। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। তবে এক ধাক্কায় অনেকটা কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে মৃত ৭ জন। সু্স্থতার হার ৯৮.২৯ শতাংশ। কিন্তু স্বস্তি নেই কলকাতাবাসীর। গত ২৪ ঘণ্টায় ফের খানিকটা বাড়ল তিলোত্তমার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২৩৮ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দৈনিক মৃত্যুর নিরিখেও প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। সংক্রমণের হিসেবে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১৪০ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।