রোমের বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত মমতা। দুই টিকার মিশ্র ট্রায়ালে সিলমোহর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার। শুক্রবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের সম্ভাবনা। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 10 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- জলে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
আরও শুনুন: 9 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- আদিবাসী দিবসে নাচের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিস্তারিত খবর:
1. ফের সম্মানিত বাংলা। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেলেন তিনি। ৬ ও ৭ অক্টোবর বিশ্ব শান্তি বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানাল রোমের সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও। অনুষ্ঠানে হাজির থাকবেন পোপ ফ্রান্সিস, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল-সহ বিশ্বের একাধিক শীর্ষ নেতৃত্ব।
আমন্ত্রণপত্রে সামাজিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের প্রশংসা করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, চিঠিতে একুশের নির্বাচনে জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, ইতিপূর্বে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মাদার টেরেসাকে সন্ত ঘোষণার দিনে ভ্যাটিক্যান সিটিতে উপস্থিত ছিলেন মমতা। আবার রাষ্ট্রসংঘের মঞ্চে পুরস্কৃত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পও। এবার ফের তাঁর উন্নয়ন, শান্তি বজায় রাখার অবদানকে কুর্নিশ জানাল আন্তর্জাতিক সংগঠন।
2. দেশের করোনা গ্রাফের ওঠানামা অব্যাহত। চার মাস পর মঙ্গলবারই একলাফে অনেকখানি কমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু বুধবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বাড়ল প্রায় ৩৬ শতাংশ। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৭ জন।
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে টিকাকরণের গতি বাড়াচ্ছে কেন্দ্র। করোনা রুখতে দুই টিকার মিশ্রণ কতখানি উপকারী, সে বিষয়ে নিশ্চিত হতেও এবার শুরু হল পরীক্ষানিরীক্ষা। এর জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI-এর তরফে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মিশ্র ট্রায়ালে সবুজ সংকেত দেওয়া হল। ইতিবাচক ফল মিললে প্রথমে কোভিশিল্ড টিকার পর দ্বিতীয় টিকা হিসেবে নেওয়া যেতে পারে কোভ্যাক্সিন।
এদিকে, একধাক্কায় রাজ্যে অনেকটা কমল করোনায় মৃত্যু। মৃত্যুশূন্য কলকাতাও। কমেছে সংক্রমণও। সব মিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে গোটা রাজ্য।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।