ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা। ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ। নাকাশিপাড়ায় হানা এসটিএফের। ফের উদ্ধার সিমবক্স-সহ একাধিক অত্যাধুনিক যন্ত্র। রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ এখন আরও সহজে। দুয়ারে সরকারের শিবিরেই মিলবে সেই সুযোগ। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরেই হবে বৃষ্টি।
হেডলাইন:
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা। ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ। মুর্শিদাবাদের দুই কেন্দ্রের ভোটও একই দিনে। ঘোষণা নির্বাচন কমিশনের।
সামনেই উপনির্বাচন। হাতে সময় কম। উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর। জোরকদমে শুরু হল প্রচার।
নাকাশিপাড়ায় হানা এসটিএফের। ফের উদ্ধার সিমবক্স-সহ একাধিক অত্যাধুনিক যন্ত্র। ধৃতদের জেরা তদন্তকারীদের।
রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ এখন আরও সহজে। দুয়ারে সরকারের শিবিরেই মিলবে সেই সুযোগ। গ্রাহকদের দাবি মেনেই সিদ্ধান্ত।
সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরেই হবে বৃষ্টি। সতর্ক করল আবহাওয়া দপ্তর।
পঞ্জশিরের দখল নেওয়ার দাবি তালিবানদের। আনন্দে শূন্যে চলল গুলি। মৃত্যু অন্তত ১৭ জন সাধারণ আফগান নাগরিকের। যদিও তালিবানদের দাবি উড়িয়ে দিয়েছে বিদ্রোহী জোট।
আফগানিস্তানে নয়া তালিবানি ফরমান। খুন করা হবে যৌনকর্মীদের। পর্নসাইট দেখে তৈরি হচ্ছে তালিকা।
প্যারালিম্পিকে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। চতুর্থ সোনা ভারতের ঝুলিতে। ব্যাডমিন্টনে স্বর্ণপদক প্রমোদ ভগতের।
আরও শুনুন: 3 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ৬ সেপ্টেম্বর থেকে নয়া নিয়ম, বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা
আরও শুনুন: 2 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- করের আওতায় পিএফ অ্যাকাউন্টও, নয়া নিয়ম জারি করল কেন্দ্র
বিস্তারিত খবর:
1. যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোট হবে বিধানসভা নির্বাচনে বাদ থাকা মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর এবং সমশেরগঞ্জেও। আগামী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই রাজ্যের এই ৩ কেন্দ্রে ভোটগ্রহণ। ফল ঘোষণা আগামী ৩ অক্টোবর।
উপনির্বাচন নিয়ে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছিল কমিশন। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত জানিয়েছে। ইতিমধ্যেই ভোট নিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্যের নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। রাজ্যের প্রশাসনিক কর্তারা নির্বাচন কমিশনের কাছে কেন্দ্র ধরে ধরে করোনার (Coronavirus) পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই সঙ্গে কমিশনকে রাজ্যের মুখ্যসচিব আলাদা করে চিঠি লিখে জানিয়ে দেন, রাজ্য প্রশাসন পুজোর ছুটির আগেই উপনির্বাচনের পক্ষে। রাজ্যের প্রস্তাব এবং করোনা পরিসংখ্যান খতিয়ে দেখেই আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের যে দুটি কেন্দ্রে ভোট করানো যায়নি, সেই কেন্দ্রগুলিতেও ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বরই।
এদিকে ভবানীপুর-সহ রাজ্যের ৩ কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা হতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এক সংবাদমাধ্যমে তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে। কারও চাপে ভোটের দিন ঘোষণা করেছে কমিশন। তাৎপর্যপূর্ণভাবে এতদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলত বিরোধীরা। এবার বিজেপি নেতার মুখেই শোনা গেল অভিযোগের সুর।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।