উপনির্বাচনে সবুজ ঝড় ধূপগুড়িতে। ‘বাংলার মাটির জয়’, ৫ হাজার ভোটে জিতে ভোটারদের ধন্যবাদ মমতার। বিজেপিবিরোধী লড়াইয়ে আপাতত এগিয়ে ‘টিম ইন্ডিয়া’। উপনির্বাচনের ফলাফলের পর দাবি মমতার। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে পা একাধিক রাষ্ট্রনেতার। শিক্ষাক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। অভিযোগ তুলে রাজভবনের সামনে ধরনায় উপাচার্য-অধ্যাপকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত ১২ জনের বিরুদ্ধে পকসো আইনে দায়ের মামলা।
হেডলাইন:
আরও শুনুন: 6 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ইন্ডিয়া-ভারত বিতর্কে মুখ খোলা নয়, মন্ত্রিসভাকে নির্দেশ মোদির
বিস্তারিত খবর:
1. ধূপগুড়ি উপনির্বাচনে সবুজ ঝড়। প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে জমি দখল শাসক দলের। পুলওয়ামা শহিদের স্ত্রী, বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয়ের হাসি হাসলেন অধ্যাপক তথা রাজবংশী সংস্কৃতি নিয়ে চর্চা করা তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। গত ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনে লড়াই ছিল মূলত ত্রিমুখী। তৃণমূলের নির্মলচন্দ্র রায়, বিজেপির তাপসী রায় ও বাম-কংগ্রেস জোটপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের মধ্যে অবশ্য শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল তৃণমূল বিজেপির মধ্যেই। কিন্তু গ্রামাঞ্চল ও চা বলয়ের দিকের এলাকাগুলিতে যত এগোতে থাকে গণনা, ততই এগিয়ে যেতে থাকে শাসকদল। মোট দশ রাউন্ড গণনা হয়। তাতে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রাপ্ত ভোট মোট ৯৬,৯৬১। লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন, উত্তরবঙ্গ মোটের উপর বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। সেখানে এই জয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেতা আসন হারার ফলে শীর্ষ নেতৃত্বের কাছে যে বঙ্গবিজেপিকে অস্বস্তিতে পড়তে হবে, তাও বলাই যায়। এদিকে এই সাফল্যের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার পথে এই জয়কে “বাংলার মাটি, বাংলার জলের জয়” বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী।
2. ইন্ডিয়া জোট গঠনের পর একাধিক রাজ্যে উপনির্বাচনকে শক্তিপরীক্ষা হিসেবেই দেখেছিল বিরোধীরা। সেখানে উপনির্বাচনের ফলাফলকে এগিয়ে থাকা হিসেবেই দেখছেন বিরোধী নেতৃত্ব। এ রাজ্যে ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নেওয়ার পর এই জয়কে বিজেপিবিরোধী লড়াইয়ে বড় জয় বলেই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ৫ সেপ্টেম্বর মোট ৬ রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। এর মধ্যে ত্রিপুরার ২টি আসনই বিপুল ব্যবধানে জিতেছে বিজেপি। যদিও সেখানে ব্যাপক হারে ছাপ্পা হয়েছে বলে দাবি মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম-এর। উত্তরাখণ্ডে যে আসনটি বিজেপির দখলে ছিল, সেখানে এবারও জিতেছে গেরুয়া শিবির। তবে ওই আসনে মাত্র ২৪০৫ ভোটে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি। বাকি ৪ আসনে জিতেছে বিরোধীরা। এর মধ্যে এ রাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি ধূপগুড়ি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে যোগীর গড় উত্তরপ্রদেশেও ঘোসি আসনটি ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গী সমাজবাদী পার্টি। ঝাড়খণ্ডের দুমড়ি আসনটি দখল করেছে সেরাজ্যের শাসকদল জেএমএম। বিজেপির জোটসঙ্গী আজসু পার্টিকে হারিয়েছে হেমন্ত সোরেনের দল। এছাড়া কেরলের পুথুপল্লি আসনটি দখল করেছে কংগ্রেস। সিপিএমকে সেখানে প্রায় ৩৮ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের চান্ডি ওমেন। বিজেপি ওই কেন্দ্রে জামানত খুইয়েছে। অর্থাৎ প্রথম রাউন্ডে ৭ আসনের মধ্যে ৪টি গেল বিরোধীদের দখলে। দেশের ৬ রাজ্যের উপনির্বাচনের এই ফলাফলকে ‘টিম ইন্ডিয়া’র বড় জয় হিসাবে দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভিকট্রি সাইন তিনি তুলে রাখছেন ভবিষ্যতের জন্যই, এদিন দিল্লি যাওয়ার পথে ইঙ্গিতপূর্ণভাবেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।