বাজেটে গুরুত্ব পেয়েছে মেডিক্যাল ট্যুরিজম। বিশ্বজুড়েই এর চাহিদা রয়েছে। কিন্তু এই পর্যটনের বিশেষত্ব কী? আসুন শুনে নেওয়া যাক।
মধ্যবিত্তের বাজেট। এমনটাই দাবি সরকার পক্ষের। প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি। সবচেয়ে বড় করে দেখানো হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রের কিছু বিশেষ ঘোষণা। একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমানোয় উপকৃত হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। একইসঙ্গে বাজেটে গুরুত্ব পেয়েছে মেডিক্যাল ট্যুরিজম। ঠিক কেমন এই ভ্রমণ?
:আরও শুনুন:
বাজেটের ভিত্তি হোক ধর্ম! দাবি মুসলিম সংগঠনের, কর্নাটকে তীব্র প্রতিবাদ বিজেপির
গ্রামের মানুষ চিকিৎসার জন্য শহরে আসেন। শহরের মানুষ যান অন্য রাজ্যে। তাতেও না হলে ভিনদেশে পাড়ি জমাতে হয়। খরচ বিস্তর, কিন্তু উপায় নেই! নিজের পরিচিত এলাকার মধ্যে যে চিকিৎসা উপলব্ধ, তাতে রোগ না সারলে, এই পদক্ষেপ করতেই হয়। এরই পোশাকি নাম, ‘মেডিক্যাল ট্যুরিজম’। এবারের বাজেটে এই চিকিৎসা পর্যটন বা মেডিক্যাল টুরিজমে জোর দিয়েছেন নির্মলা সীতারমণ। আর্থিকভাবে দুর্বল মানুষজনকে স্বাবলম্বী করে ব্যবসার স্বার্থে মুদ্রা লোনের সুবিধা আগেই ছিল কেন্দ্রের তরফে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মেলে অতি সুলভে। ঋণ পরিশোধের ক্ষেত্রেও একাধিক সুবিধা রয়েছে এই মুদ্রা লোন প্রকল্পে। এবার বিভিন্ন পর্যটন স্থলে হোম স্টে-গুলির বিকাশও এবার থেকে মুদ্রা লোনের আওতায় চলে এল। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে। এছাড়া জোর দেওয়া হয়েছে বৌদ্ধবিহারগুলির পর্যটনে। বিহারের পাটনা, বুদ্ধগয়ার মতো ভ্রমণ ক্ষেত্রগুলিতে বাড়তি নজর দেবে কেন্দ্র, জানিয়েছেন নির্মলা।
:আরও শুনুন:
প্রতি বাজেটে বদলে যায় অর্থমন্ত্রীর শাড়ি, নেপথ্যে কী বিশেষ কোনও কারণ?
তবে এবারের বাজেটে সবচেয়ে বড় ঘোষণা হিসেবে অনেকেই মেডিক্যাল টুরিজম বা চিকিৎসা পর্যটনকে দেখছেন। বিদেশ থেকে যারা এদেশে চিকিৎসার জন্য আসেন, তাঁদের কথা মাথায় রেখে এধরনের পর্যটনে জোর দেওয়া হবে। তাঁদের জন্য ভিসা নীতি সহজ করার পক্ষে চিকিৎসার পাশাপাশি তাঁরা আশেপাশে ঘোরাফেরা করলে পর্যটন স্থলগুলি থেকে আয় বাড়বে বলে আশা কেন্দ্রের। তবে তার জন্য পিপিপি মডেলের সাহায্য় নেওয়া হবে বলে ঘোষণা করেন নির্মলা সীতারমণ। এক্ষেত্রে দেশের মানুষও উপকৃত হবেন। এমনিতে ভারতে চিকিৎসা করাতে আসা ভিনদেশির সংখ্যা কম নয়। বিশেষ করে বাংলাদেশের মানুষজন হামেশাই এখানে আসেন চিকিৎসার স্বার্থে। তবে অশান্তির আবহে বাংলাদেশ কতটা সুবিধা পাবে তা নিয়ে প্রশ্ন থাকবে। তবে ভারতের বিভিন্ন রাজ্যের বড় বড় স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে গড়া ওঠা পর্যটন ব্যবসা যে বিশেষ উপকৃত হবে তা বলেই বাহুল্য।