পাখির চোখ চব্বিশের নির্বাচন। লোকসভা ভোটের আগে বিরোধী জোট নিয়ে আত্মবিশ্বাসী মমতা। শান্তিপূর্ণ ও অবাধ ভোটে জিততে হবে ত্রিস্তর পঞ্চায়েত। জেলা নেতৃত্বকে পেশিশক্তি থেকে দূরে থাকার বার্তা অভিষেকের। বাগুইআটির জোড়া খুনের তদন্তে তৎপর সিআইডি। গাড়ি থেকে সংগ্রহ করা হল ফরেনসিক নমুনা।
হেডলাইন:
আরও শুনুন: 6 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- বকেয়া নেই কোনও মহার্ঘ্য ভাতা, হাইকোর্টে হলফনামা রাজ্যের
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েতের ভোটের পরই পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বুথকর্মীদের সম্মেলন থেকে ফের বিরোধী জোটে শান দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘খেলা হবে’ স্লোগান তুলে বললেন, “কে কে লড়বেন, হাত তুলুন। হিম্মত আছে? ঝাড়খণ্ড বাঁচিয়ে দিয়েছি। ওদিকে হেমন্ত আছে, নীতীশজি আছে। আমরা সবাই আছি। একসঙ্গে হয়ে যাব দেখবেন।” লোকসভা নির্বাচনের আগেই বিরোধী জোট নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের জেলা স্তরের কর্মীদের ফের দলীয় শৃঙ্খলার কথাও মনে করালেন মমতা। এমনকি মহুয়া মৈত্রকে কার্যত ধমক দিলেন তিনি। বললেন, “করিমপুর আর মহুয়ার জায়গা নেই। ওটা আবু তাহেরের জায়গা। উনি দেখে নেবেন। তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো।” পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ এলাকায় উন্নয়নের কাজে জোর দিতে সাংসদ, বিধায়কদের গাইডলাইনও বেঁধে দিলেন মমতা। বললেন, “MLA, MP LAD’এর টাকা খরচ করুন আবাস যোজনায়। বাংলার বাড়ি, গ্রামীণ সড়ক যোজনায় কাজে লাগান সেই টাকা।” ভোটের আগে এদিন আরও একবার দলীয় কর্মীদের কাজে জোর দেওয়ার কথা মনে করালেন মমতা।
2. আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের লড়াই। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বুথকর্মীদের বিশেষ সম্মেলনে সেই লড়াইয়ের সুর বেঁধে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “অবাধ ও শান্তিপূর্ণভাবে লড়াই করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে জিততে হবে।” স্পষ্টতই, জনমানসে দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধপরিকর দলের সেনাপতি। আর তাই পঞ্চায়েত ভোটে জেলা নেতৃত্বকে বারবার পেশিশক্তি আস্ফালন থেকে দূরে থাকার বার্তা দিচ্ছেন।
দলের বুথকর্মী, নেতাদের সামনে এদিন ফের বিজেপিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “নেত্রী বলেছেন, আমরাও বলছি। গণতান্ত্রিকভাবে লড়াই করে বিজেপিকে ল্যাজে-গোবরে করতে হবে, বাংলাছাড়া করতে হবে। মানুষের আশীর্বাদকে পাথেয় করে সেই লড়াইয়ে নামতে হবে আমাদের।” পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে সমস্ত কুৎসার বদলা নেবে তৃণমূল, এই মর্মে এদিন বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।