‘অশনি’ সংকেত উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী মঙ্গলবার থেকে আশঙ্কা প্রবল ঝড়বৃষ্টির। জারি সতর্কতা। পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর জেলা সফরও। তৃণমূলের সংগঠন জোরদার করতে ১১ মে অসম যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্যাসের মাত্রাছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। ‘একটির দামে দু’টি LPG সিলিন্ডার হত কংগ্রেস জমানায়’। পরিসংখ্যান তুলে মোদি সরকারকে তোপ রাহুল গান্ধীর।
হেডলাইন:
আরও শুনুন: 7 মে 2022: বিশেষ বিশেষ খবর- রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, চলছে ‘গ্রেট ইন্ডিয়ান লুট’, তোপ মমতার
আরও শুনুন: 6 মে 2022: বিশেষ বিশেষ খবর- কাশীপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু, ঘটনাস্থলে গেলেন অমিত শাহ
বিস্তারিত খবর:
1. ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা উপকূলবর্তী জেলাগুলিতে। বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। এর জেরে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। সূত্রের খবর, ১০ ও ১১ তারিখের বদলে তিনি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাবেন আগামী ১৭ এবং ১৮ তারিখ। দুই জেলায় পূর্ব নির্ধারিত কর্মসূচি সেরে কলকাতায় ফিরবেন ১৯ তারিখ। সরকারি স্তরে এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।
চলতি সপ্তাহে তৃণমূলের নয়া কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, ফের জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক শুরু করবেন। ১০ মে থেকেই সেই সফর শুরু হওয়ার কথা ছিল। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক ও দলীয় বৈঠক সারার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু এর মধ্যেই ঘূর্ণিঝড় ‘অশনি’-র পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। সেদিন থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাতেও মঙ্গলবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। সব দিক বিবেচনা করেই জেলা সফর পিছনোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
2. তৃতীয়বার বঙ্গ বিজয়ের পর থেকে তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত। শোনা যাচ্ছে, চব্বিশের লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দিতে পারে ঘাসফুল শিবির। এদিকে নির্বাচনে জয় পেতে বিজেপি বিরোধী কার্যকর জোট গঠন দরকার। সেই উদ্দেশ্যে অসমে ক্রমশ সংগঠন মজবুত করছে তৃণমূল। এবার সংগঠন এবং জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা সারতে একদিনের সফরে অসম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর, ১১ মে অসম যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। একদিনের সফরে রিপুন বোরা, সুস্মিতা দেবের সঙ্গে বৈঠক করবেন তিনি। তৃণমূল সূত্রের খবর, দ্রুত গুয়াহাটিতে রাজ্য সদর দপ্তর খোলার চেষ্টা করছে দল। এমনিতেই ২০১৬ সালে ক্ষমতা হারানোর পর উত্তর-পূর্বের এই বড় রাজ্যটিতে ক্রমশ ক্ষয়িষ্ণু কংগ্রেস। আর হাত শিবিরের সেই দুর্বলতাই সে রাজ্যে তৃণমূলের পথ সুগম করেছে বলে দাবি নেতৃত্বের। রিপুন বোরাকে অসম তৃণমূলের সভাপতি করার পর এবার ঘর গোছানোর কাজ শুরু করতে চায় তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।