নড়বড়ে এনডিএ সরকার টিকবে না। দ্রুত ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট, ভবিষ্যদ্বাণী মমতার। দল ভাঙানোর চেষ্টা করবে বিজেপি, সতর্ক করলেন শরিকদের। কালীঘাটে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে মমতা। আগের পদেই সুদীপ-ডেরেক, গুরুত্ব কাকলি-সাগরিকাকে।শরিকি চাপে নিজের দলেই কাটছাঁট মোদির। ৪টি মন্ত্রক আদায় নায়ডুর, জোড়া মন্ত্রক দখল নীতীশের দলের। মোদির সঙ্গে শপথ নিতে পারেন ১৮ জন মন্ত্রী। রেস্তরাঁয় শুটিং করতে গিয়ে মালিকের সঙ্গে হাতাহাতি সোহম চক্রবর্তীর।
হেডলাইন:
আরও শুনুন: 7 জুন 2024: বিশেষ বিশেষ খবর- রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদির, পেলেন প্রধানমন্ত্রীর নিয়োগপত্র
আরও শুনুন: 6 জুন 2024: বিশেষ বিশেষ খবর- রবিবার শপথগ্রহণ মোদির, উপস্থিত থাকবেন ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা
বিস্তারিত খবর:
1. কেন্দ্রে যে এনডিএ সরকার গঠন হতে চলেছে, সেই সরকার নড়বড়ে। বেশিদিন টিকবে না। ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, যারা এই মুহূর্তে এনডিএ জোটে রয়েছে, তাঁরা কেউ খুশি নয়। দ্রুত কেন্দ্রে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট।
শনিবার কালীঘাটে দলীয় সাংসদদের বৈঠকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন আগামী দিনে সংসদে তৃণমূলের ভূমিকা কী হবে। সেখানেই সরকার গঠন নিয়ে তিনি বলেন, “আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। তবে এই সরকার বোধ হয় ১৫ দিনও থাকবে না।” সংখ্যাগরিষ্ঠ সরকার না হলে দায়িত্বই নিতেন না, বিজেপিকে কটাক্ষ করে বলেন মমতা। তবে বিজেপি আবার দল ভাঙানোর চেষ্টা করবে বলে ইন্ডিয়া জোটের শরিকদের আগাম সতর্ক করলেন তৃণমূল নেত্রী।
2. কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রবিরোধিতার পরিকল্পনা করেই বৈঠক থেকে সংসদীয় কমিটি সাজালেন মমতা। জয়ীদের পাশাপাশি পরাজিত প্রার্থীদের লড়াইয়েরও প্রশংসা করলেন তৃণমূল নেত্রী। তৃতীয়বারের মোদি সরকার বেশিদিন টিকবে না বলেই মত তাঁর।
দলনেত্রীর ঘোষণা মোতাবেক, আগের মতোই সংসদে লোকসভার দলনেতা থাকছেন বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। লোকসভার উপ দলনেতা অর্থাৎ ডেপুটি লিডার বারাসতের পুনর্নির্বাচিত সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যসভায় ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন সাগরিকা ঘোষ। এছাড়া সংসদের দুই কক্ষে মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। প্রায় সকলকেই কোনও না কোনও দায়িত্ব দিয়ে নবীন-প্রবীণ নিয়েই সংসদীয় কমিটি গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঠিক করে দিলেন সংসদের রণকৌশলও। বাংলার বকেয়া মেটানো, CAA-NRC বাতিলের দাবি-সহ একাধিক ইস্যুতে সংসদে সরব হবে তৃণমূল, জয়ী প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠকে সাফ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।