চা শ্রমিকদের ১৫ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ফের বড় সিদ্ধান্ত আরবিআইয়ের। ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিজেপিতেই আছেন মুকুল রায়, জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বরখাস্ত হওয়া আংশিক শিক্ষককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর মিতালি রাজের। রনজি ট্রফিতে নজিরবিহীন ইতিহাস গড়ল বাংলা।
হেডলাইন:
আরও শুনুন: 7 জুন 2022: বিশেষ বিশেষ খবর- ‘বাংলা ভাগ হতে দেব না’, কেএলও-হুমকির জবাব মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. উত্তরবঙ্গ সফর থেকে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তাঁদের বেতন বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী। বুধবার আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সভার মঞ্চ থেকেই চা শ্রমিকদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। জানিয়েছেন, একধাক্কায় তাঁদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ। এই বেতন বৃদ্ধি অন্তর্বর্তীকালীন। কবে থেকে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর হবে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, পরে শ্রমদপ্তর বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বৈঠকের দায়িত্ব মন্ত্রী মলয় ঘটকের হাতেই সঁপেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি, ‘চা সুন্দরী’ প্রকল্পে শ্রমিকদের জন্য বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি। একইসঙ্গে আদিবাসীদের দ্রুত জমির পাট্টা বিলির কথাও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আদিবাসীদের জমির মালিক শুধু আদিবাসীরাই। তাঁদের জমি কেউ কেড়ে নিতে পারবে না।” এদিন হাসিমারায় অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পা মেলালেন ধামসা মাদলের ছন্দে। গণবিবাহ অনুষ্ঠানে আশীর্বাদ করেন নবদম্পতিদেরও।
2. সম্প্রতি ভবানীপুরের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক বৃদ্ধ দম্পতির দেহ। ওই খুনের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরেই মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং সিপিকে নিয়ে ভবানীপুরের ঘটনাস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী। আগেই তিনি মৃতের মেয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এদিন ফের তাঁর সঙ্গে সামনাসামনি কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিচিতের হাতেই খুন হয়েছেন ভবানীপুরের গুজরাটি দম্পতি। এই তত্ত্বেই কার্যত এদিন সিলমোহর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “পরিচিত লোক ছাড়া এরকম কেউ করতে পারত না। কায়দা করে ফায়দা তুলেছে।” সম্পত্তি নিয়ে অশান্তির জেরে পরিচিতের হাতেই ওই দম্পতিকে খুন হতে হয়েছে বলেই জানিয়েছেন কলকাতার সিপি বিনীত গোয়েলও। একইসঙ্গে সুবিচারের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, “যাতে সুবিচার পায় সেটা দেখতে হবে। ওদের পরিচিত কেউ হলেও কড়া ব্যবস্থা নিতে হবে।” একইসঙ্গে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তিনি আরও জানান, “কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ সেসম্পর্কে ৯৯ শতাংশ নিশ্চিত হতে পেরেছে। বাকি ১ শতাংশও ওরা করে ফেলবে। কিন্তু তদন্তের স্বার্থে আপাতত কিছু বলব না।” কেতুগ্রামের নার্সের হাত কেটে নেওয়ার ঘটনাতেও এদিন বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকেই ঘোষণা করেন, আহত নার্সের চিকিৎসার ভার রাজ্যের। পাশাপাশি, ওই তরুণীর চাকরিতে যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকটাও দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।