দুদিনের রুশ সফরে মস্কো পৌঁছলেন মোদি। প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাসে ভাসলেন প্রবাসী ভারতীয়রা। নজর মোদি-পুতিন বৈঠকে। না জানিয়ে দাম বাড়িয়েছে CESC। বিদ্যুতের মাশুল বৃদ্ধিতে সরব মুখ্যমন্ত্রী। তিস্তার জল বন্টন নিয়ে ফের কেন্দ্রেকে তোপ মমতার। ২৩ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ। জঙ্গি হামলায় ফের উত্তপ্ত ভূস্বর্গ। NEET কাণ্ডে কেন্দ্রকে সুপ্রিম ভর্ৎসনা। তৃতীয়বার মণিপুরে রাহুল গান্ধী।
হেডলাইন:
আরও শুনুন: 6 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- ভারত হিন্দু রাষ্ট্র নয়, প্রমাণ লোকসভার ফলেই, মন্তব্য অমর্ত্য সেনের
বিস্তারিত খবর:
1. ইউক্রেন যুদ্ধ আবহে রাশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনই ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে পারেন মোদি। ৯ জুলাই রুশ প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, গরবা, কত্থক নাচের মাধ্যমে স্বাগত জানানো হবে মোদিকে। এরপর প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী ভারতীয়রা একগুচ্ছ আবেদন জানাতে পারেন। তালিকায় ন্দু মন্দির, নতুন ভারতীয় স্কুল এবং এয়ার ইন্ডিয়ার বিমানের সংখ্যা বৃদ্ধি সহ আরও অনেক কিছুই থাকছে। পাশাপাশি অনুরোধ জানানো হবে রাশিয়ায় আয়ুর্বেদকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করার জন্যও। সোমবার সম্মেলনের বাইরে একাধিক বিষয়ে পুতিনের সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে মোদির। তাঁর জন্য বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। সেখানে দুজনে একান্তে খাওয়াদাওয়া সারবেন। মঙ্গলবার নমো ক্রেমলিনেও যেতে পারেন বলে খবর। সব মিলিয়ে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদির। আপাতত মোদি-পুতিন বৈঠকের দিকেই নজর বিশ্ববাসীর।
2. বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নব্বানের বৈঠকে বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, রাজ্যকে না জানিয়েই বিদ্যুতের মাশুল বাড়িয়েছে CESC। তবে WBSEDCL দাম বাড়ায়নি, একথাও সাফ জানিয়ে দিয়েছেন মমতা। এদিনের বৈঠকে মূলত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। সমস্যার দায় কেন্দ্রের ঘাড়েই চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভূটান থেকে জল আসছে, যার জেরে ভুগতে হচ্ছে বাংলাকে। পাশাপাশি, গঙ্গার ভাঙন রোধে কেন্দ্র এক পয়সাও খরচ করেনি বলে অভিযোগ মমতার। বৈঠকে ওঠে তিস্তার জল বন্টন প্রসঙ্গও। আগেই এই ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা। এদিনের বৈঠকে ফের কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর প্রশ্ন,”তিস্তার জল আছে যে দেবে? বর্ষার জল দেখে নদীতে জলের কথা ভাববেন না। সিকিম এই ভুল করেছে।” একইসঙ্গে মমতার কটাক্ষ, এর পর জল দিলে উত্তর তো খাওয়ার জল পাবে না। সবমিলিয়ে এদিন ফরাক্কা চুক্তি ও তিস্তার জল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।