সিরিয়ায় রাজনৈতিক পালাবদল। দামাস্কাস দখল বিদ্রোহীদের, মাঝপথে উধাও প্রেসিডেন্ট আসাদের বিমান, বিশ্ব জুড়ে শুরু জল্পনা। ঢাকায় ভারতীয় দূতাবাসে অভিযান খালেদার দলের। অসন্তোষ হাসিনার ‘নিরাপদ আশ্রয়’ নিয়ে। রাজ্যে শীত নেই, ডেঙ্গু আক্রান্ত প্রায় ৩০ হাজার। ভারতে প্রবেশের চেষ্টা ১০ বাংলাদেশির, আটক ত্রিপুরা সীমান্তে। বাংলা-বিহার-ওড়িশা দখলের ডাক, যুদ্ধ হুমকি বিএনপি নেতার। কামিন্সদের দাপটে বেরঙিন রোহিত-ব্রিগেড। অ্যাডিলেডে হেরে পতন WTC পয়েন্ট টেবিলেও।
হেডলাইন:
আরও শুনুন:
বিস্তারিত খবর:
1. বিরাট রাজনৈতিক পালাবদলের সাক্ষী সিরিয়া। বিদ্রোহীদের দখলে গেল সিরিয়ার রাজধানী দামস্কাস। আগেই ক্ষতবিক্ষত হয়েছিল আলেপ্পো, হোমসের মতো প্রধান শহরগুলো। এর পরই বিদ্রোহীরা এগোতে থাকে দামাস্কাসের উদ্দেশে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলে বন্দুকধারীদের। শনিবারই বিদ্রোহীরা জানিয়ে দিয়েছিল, দামাস্কাস ঘেরাও করার চেষ্টা করছে তারা। কিন্তু পালটা লড়াই জারি রেখেছিল সেনা। ইতিমধ্যেই প্রাণহানি ঘটেছে শতাধিক মানুষের। প্রাণভয়ে সিরিয়া ছেড়ে পালাচ্ছেন নাগরিকরা। বিদ্রোহীদের হামলায় উত্তর সিরিয়ায় ঘরছাড়া প্রায় ২ লক্ষ ৮০ হাজার মানুষ। সিরিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ গাজি আল-জালালি জানিয়েছেন, তাঁদের সরকার ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। এদিকে বিদ্রোহীরা দামাস্কাস দখলের পথে এগোতেই রাজধানী ছাড়েন প্রেসিডেন্ট আসাদ। রয়টার্স সূত্রে জানা গিয়েছিল, বিমানে চেপে রাজধানী ছেড়েছেন প্রেসিডেন্ট। এর মধ্যেই গুঞ্জন, মাঝআকাশ থেকে উধাও হয়েছে আসাদের বিমান। রাডারে সেটির খোঁজ পাওয়া যাচ্ছে না। নিরাপত্তার খাতিরে তিনি নিরুদ্দেশ নাকি বিদ্রোহীরা গুলি করে বিমানটিকে নামিয়েছে, তা নিয়ে গোটা বিশ্ব জুড়েই শুরু হয়েছে জল্পনা।
2. রবিবার ফের ভারত বিরোধিতার সুর চড়ল পদ্মাপাড়ে। এদিন ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করল হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল খালেদা জিয়ার বিএনপি। ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিল। রামপুরার কাছে ব্যারিকেড করে পুলিশ যা থামিয়ে দেয়। এদিন ভারতীয় দূতাবাসে বিএনপির প্রতিনিধি দলের জমা দেওয়া স্মারকলিপিতে আগরতলায় বাংলাদেশ উপদূতাবাসে হামলার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। এছাড়াও দুই দেশের সম্পর্কের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্মারকলিপিতে। ভালো সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে পারস্পারিক ‘আস্থা’, ‘বিশ্বাস’ এবং ‘সম্মানে’র বিষয়টি জরুরি বলেই সেখান উল্লেখ করা হয়েছে। সোমবার বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে দেখা করার কথা রয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রীর। ঠিক তার আগে রবিবার বিএনপির এই মিছিল এবং স্মারকলিপি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।