এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কেন্দ্রকে তোপ মমতার। কয়লা পাচার কাণ্ডে অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। ২০ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে। শাহী নৈশভোজের পরই ফিরহাদের পাশে সৌরভ। ফের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। দলীয় কর্মীদের অন্তর্কলহে জেরবার কংগ্রেস। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’।
হেডলাইন:
আরও শুনুন: 6 মে 2022: বিশেষ বিশেষ খবর- কাশীপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু, ঘটনাস্থলে গেলেন অমিত শাহ
আরও শুনুন: 5 মে 2022: বিশেষ বিশেষ খবর- বঙ্গ সফরে সিএএ-কাটমানি নিয়ে তোপ শাহের, পালটা মমতার
বিস্তারিত খবর:
1. একলাফে ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের দাম। তার ফলে এই প্রথমবার কলকাতায় ১ হাজার টাকার গণ্ডি পেরল রান্নার গ্যাস। বর্তমানে ১৪.২ কেজি সিলিন্ডারের কিনতে গৃহস্থকে খরচ করতে হবে ১ হাজার ২৬ টাকা। তবে রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৯ টাকা ৫০ পয়সা। এই ধরনের সিলিন্ডার কিনতে খরচ কমে দাঁড়াল ২ হাজার ৪৪৫ টাকা।
রান্নার গ্যাস-সহ জ্বালানির লাগাতার দামবৃদ্ধির সঙ্গে ব্রিটিশদের ভারত লুট বা ‘গ্রেট ইন্ডিয়ান লুটের’ সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন তিনি। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদি সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে।” জ্বালানি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের তরফে সরব হয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়। পাশাপাশি বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। এর প্রভাব শিল্পদ্রব্যে পড়বে বলেই অভিযোগ সাংসদের। সব মিলিয়ে গ্যাসের দাম আবার বাড়ায় মধ্যবিত্ত সংকট আরও বাড়ল।
2. কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে গ্রেপ্তারি প্রোয়ানা জারি করল দিল্লির পাতয়ালা হাউস কোর্ট। আগামী ২০ আগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কয়লাকাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠায় ইডি। বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়ান অভিষেকপত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন। রুজিরা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পালটা পাতিয়ালা কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই আদালত রুজিরাকে তলব করেছিল বলে খবর। গত ৩০ সেপ্টেম্বর ভারচুয়ালি হাজিরাও দিয়েছিলেন। ইডির তলবের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। তবে এবার রুজিরার বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। তিনি অবশ্য আগাম জামিনের আবেদন করতে পারেন বলেই মত বিশেষজ্ঞদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।