বগটুই কাণ্ডে প্রথম গ্রেপ্তার সিবিআই-এর। মুম্বই থেকে গ্রেপ্তার ৪ জন।রাজ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। সুফল বাংলা-র স্টলে বাড়ানো হল ভরতুকি। বাড়ছে আউটলেটের সংখ্যাও।রাজ্যে ভেজাল ওষুধ বিক্রি রুখতে কড়া পদক্ষেপ। তৈরি হচ্ছে ড্রাগ ল্যাবরেটরি। বালিগঞ্জে প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রেখেই ভোট দেওয়ার আরজি।
হেডলাইন:
আরও শুনুন: 6 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- দেশে ঢুকে পড়ল করোনার XE ভ্যারিয়েন্ট, মুম্বইয়ে হদিশ প্রথম আক্রান্তের
আরও শুনুন: 5 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পেল SSKM
বিস্তারিত খবর:
১। বগটুই কাণ্ডের তদন্তে নেমে বৃহস্পতিবার প্রথম গ্রেপ্তারি সিবিআই-এর। ঘটনায় জড়িত সন্দেহে মুম্বই থেকে সিবিআইয়ের জালে ধরা পড়ল চারজন। এদের মধ্যে বাপ্পা শেখ ও সাবু শেখ নামে দুই ধৃতের নাম ছিল এফআইআরে। বাকি ২ জন এদের পরিচিত এবং তারা মুম্বইয়ের বাসিন্দা বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বগটুই অগ্নিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীরা কাজ শুরু করেছেন খবর পেয়ে সোজা মুম্বই গিয়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত বাপ্পা শেখ, সাবু শেখ। এমনই জানা গিয়েছে সিবিআই সূত্রে। অগ্নিকাণ্ডে দায়ের করা এফআইআরে এদের নাম থাকায় তাদের সন্ধানে নামে সিবিআই। মুম্বইতে নিজেদের পরিচিত কারও ডেরায় লুকিয়ে ছিল বাপ্পা ও সাবু। তারা বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে তাদের হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপরই দুজনকে গ্রেপ্তার করে সিবিআই, গ্রেপ্তার করা হয় আরও দুজনকে। তদন্তের স্বার্থেই বাকি দুজনের পরিচয় গোয়েন্দারা প্রকাশ করেননি বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারই ধৃত চারজনকে মুম্বই আদালতে পেশ করে নিয়ে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নেওয়ার আবেদন জানান তদন্তকারীরা। তা মঞ্জুর করা হয়েছে বলেই খবর। শুক্রবার চার ধৃতকে আনা হতে পারে কলকাতায়।
২। মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছিল আমজনতার। এই পরিস্থিতিতে রাজ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুফল বাংলার আউওটলেটে ফল ও সবজিতে বাড়ানো হল ভরতুকি। পাশাপাশি রাজ্যে সুফল বাংলার আউটলেট বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হল। বৃহস্পতিবার মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রীই। সেখানেই ঘোষণা করা হয় এই পদক্ষেপের। জানানো হয়েছে, রাজ্যজুড়ে এই মুহূর্তে ‘সুফল বাংলা’র আউটলেট রয়েছে ৩৩২টি। এর মধ্যে জেলাগুলিতে রয়েছে ৩০ টি স্টল। তা বাড়িয়ে ৫০০ করা হবে। সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে ‘সুফল বাংলা’র আউটলেট। চালু হবে ‘সুফল বাংলা’র মোবাইল আউটলেট। রাজ্য সরকার ভরতুকির অঙ্ক বাড়ানোয় বাজারের তুলনায় খানিকটা কম দামেই এখানে মিলবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। শুক্রবার থেকেই সুফল বাংলা স্টলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে নবান্ন নির্ধারিত দামে। পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, বাজারগুলিতে নজরদারি বাড়াতে হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে পণ্যবাহী ট্রাক, বিশেষত আলু-পিঁয়াজ ভরতি ট্রাকগুলিকে যেন নো এন্ট্রি জোনে আটকানো না হয়, সে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।