ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে কথা নয়, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। নিজেদের ব্যর্থতা ঢাকতেই দেশের নামবদলের জল্পনা, বিজেপিকে তোপ অভিষেকের। জি-২০ সম্মেলন উপলক্ষে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে। যাদবপুরে ক্যাম্পাসের পর হস্টেল পরিদর্শন ইসরো-র প্রতিনিধিদের। কীভাবে র্যাগিং রুখতে ব্যবহার হবে প্রযুক্তি? শীঘ্রই সুপারিশ করবে প্রতিনিধিদল। কেন ডাকা হল সংসদের বিশেষ অধিবেশন? কারণ স্পষ্ট করার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়ার। ৯ দফা ইস্যুতে আলোচনার দাবিও জানালেন নেত্রী।
হেডলাইন:
আরও শুনুন: 5 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ইন্ডিয়া-র পরিবর্তে ভারত, দেশের নাম বদল নিয়ে জল্পনা
আরও শুনুন: 4 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- যাদবপুরে নিহত পড়ুয়ার মাকে চাকরি, ভাইয়ের পড়াশোনার দায়িত্ব রাজ্যের
বিস্তারিত খবর:
1. দেশের নাম বদলের জল্পনার মধ্যেই এবার মন্তীদের মুখে কুলুপ আঁটার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এই নিয়ে গোটা দেশেই বিতর্ক তুঙ্গে। আসন্ন অধিবেশনে কেন্দ্র দেশের নাম বদলের প্রস্তাব আনতে পারে বলেই জল্পনা। যা নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছেন বিরোধীরা। তবে, এই ইস্যুতে বাড়তি কথা না বলারই পক্ষপাতী কেন্দ্র। সম্প্রতি এই মর্মে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তাঁর সাফ নির্দেশ, এ নিয়ে সবার মুখ খোলার দরকার নেই। শুধু যারা এ সংক্রান্ত বিবৃতি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত তাঁরা মন্তব্য করবেন। যদিও এই ইস্যুতে বুধবার কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ দাবি, দেশের নামবদল নিয়ে যাবতীয় জল্পনা আসলে নজর ঘোরানোর চেষ্টা। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই জল্পনার জন্ম দিয়েছে গেরুয়া শিবির। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘এক্স’-এ পোস্ট করে অভিষেক বলেন, “ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক আসলে বিজেপির তৈরি। নজর ঘোরানোর চেষ্টা। এতে বিভ্রান্ত না হয়ে বিজেপিকে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, বেকারত্ব এবং সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করুন। ডবল ইঞ্জিন সরকার আর ভুয়ো জাতীয়তাবাদ নিয়ে বিজেপির ফাঁকা আওয়াজের প্রতিবাদ করুন।” সব মিলিয়ে এই বিতর্কের জল যে আরও গড়াবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
2. দেশের নামবদল বিতর্কের মধ্যেই এবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ সম্মেলন উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজে আমন্ত্রিত দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গেই আমন্ত্রিত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ঘটনাচক্রে এই নৈশভোজের আমন্ত্রণপত্রেই ‘ইন্ডিয়া’র জায়গায় ‘ভারত’ লেখা নিয়ে বিতর্ক উসকে উঠেছে। যার প্রতিবাদে একযোগে সরব বিরোধীরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রের সঙ্গে বা বিজেপির সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন যাই থাক, জি-২০ শীর্ষ সম্মেলন যেহেতু দেশের সম্মানের ব্যাপার, তাই এতে কোনওরকম রাজনীতি তিনি চান না। সেইমতোই জি-২০ সম্মেলনে আয়োজনের ক্ষেত্রে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আর এবার জাতীয় স্বার্থেই রাষ্ট্রপতির আমন্ত্রণ রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে ৯ সেপ্টেম্বর বিকেলে দিল্লি যাবেন তিনি। রাতে নৈশভোজে যোগ দেবেন। পরদিন সকালেই আবার কলকাতায় ফিরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।