বিজয়া সম্মিলনীতেও ১০০ দিনের বকেয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী। ‘নিজের নামে স্টেডিয়াম বানাই না’, নাম না করে নিশানা প্রধানমন্ত্রীকে। মুখ খুললেন সিঙ্গুর নিয়েও। জ্যোতিপ্রিয়কে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের। বিশ্বকাপে টানা জয়েও লাগল রাজনীতির রং। আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ টেনে জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রীকেই দিলেন রাজ্যপাল। আনন্দ বোসকে পালটা সাকেতের। বিশ্বক্রিকেটে প্রথম টাইমড আউটের নজির। হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে মাঠে নামতে দেরি। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে এক বলও না খেলে আউট অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
হেডলাইন:
আরও শুনুন: 5 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আটে আট ভারত, বিরাট ম্যাজিকে মুগ্ধ কলকাতা
বিস্তারিত খবর:
1. বিজয়া সম্মিলনীর মঞ্চেও উঠে এল রাজনৈতিক প্রসঙ্গ। সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনী থেকে ১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করলেন তিনি।
নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগ বাড়াতে সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন মমতা। সেখান থেকেই কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, একশো দিনের কাজে ৭ হাজার কোটি টাকা পায় রাজ্য। কাজ করেও দিনমজুররা অর্থ পাননি। আবাস যোজনার বকেয়া দেয় না কেন্দ্র। উলটে জিএসটির নাম করে সব ট্যাক্স তুলে নিয়ে যায়। মোদি সরকারকে আক্রমণ করে তাঁর সাফ বক্তব্য, “আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। নিজের নামে ট্রেন লাইনও করি না। প্রয়োজন নেই।” আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের নামবদল করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করাকেই কটাক্ষ করেছেন মমতা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে এই মুহূর্তে সিঙ্গুর ইস্যুতে ফের সরগরম বঙ্গ রাজনীতি। এদিন সেই ইস্যুতে মুখ খুললেও বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মেটানো নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। তবে সিঙ্গুরের জমিহারাদের পাশে যে রাজ্য সরকার সবসময় রয়েছে, সোমবার তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. রেশন দুর্নীতি মামলায় মিলল না মুক্তি। কালীপুজো ইডি হেফাজতেই কাটবে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী ১৩ নভেম্বর ফের কোর্টে পেশ করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে।
রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে ইডি হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয়। সোমবারই ছিল তাঁর ইডি হেফাজতের শেষদিন। এ দিন আলিপুর কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর আদালতে পেশ করা হয় মন্ত্রীকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় এদিন মুখ খুলে জ্যোতিপ্রিয় বলেছিলেন, “ভালো নেই আমি। এরা অন্যায়, অনৈতিক কাজ করেছে।” সেইসঙ্গে নিজের মুক্তির বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসের সুর শোনা যায় তাঁর গলায়। কিন্তু এদিন আদালতে জামিনই চাননি মন্ত্রী। সওয়াল জবাব শেষে জ্যোতিপ্রিয় মল্লিককে আরও ৭ দিন ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এদিকে এদিন আদালত থেকে বেরনোর সময় মন্ত্রীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ওঠে। ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তাঁর দাবি, যে দুটি সংস্থায় শেয়ারে টাকা বিনিয়োগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেখানে মন্ত্রীর নির্দেশেই মা ও স্ত্রীকে ডিরেক্টর করতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে সংস্থায় কী লেনদেন হত, তা জানা নেই বলেই দাবি জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।