দীর্ঘ টানাপোড়েনের ইতি। হাই কোর্টের নির্দেশ বহাল রাখল শীর্ষ আদালতও। সময়সীমা পেরিয়ে শেখ শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই। তৃণমূলের ব্রিগেডের আগেই বিজেপিতে যোগ তাপস রায়ের। নারী দিবসের আগে বাংলায় ‘নারীনির্যাতন’ নিয়ে সরব মোদি। কথা বললেন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গেও। সূচনা দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর। এসপ্ল্যানেড স্টেশন থেকে নয়া রুটের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির। প্রয়াত স্বনামধন্য চিত্রসাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়।
হেডলাইন:
আরও শুনুন: 4 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- ক্ষোভ উগরে তৃণমূল ছাড়লেন তাপস রায়, বিজেপির হয়ে ভোটে লড়ার জল্পনা
আরও শুনুন: 5 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- বিজেপিতেই যোগ, তৃণমূলকে তোপ দেগে ঘোষণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বিস্তারিত খবর:
1. শেখ শাহজাহানের হেফাজত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের শেষে ধৃতকে হেফাজতে পেল সিবিআই। পাশাপাশি, সংশ্লিষ্ট মামলার কাগজপত্র সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি। ভবানী ভবন থেকে বের করার পর জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা সাসপেন্ডেড তৃণমূল নেতার।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ শাহজাহানকেও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল, যার পালটা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের দ্রুত শুনানির আর্জি খারিজ করে হাই কোর্টের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। এদিকে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শাহজাহানকে হস্তান্তরের ডেডলাইন বেঁধে দেয়। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে হেফাজতে পায়নি সিবিআই। তাতে ক্ষুব্ধ হয়ে ফের হাই কোর্টে যায় ইডি। এদিকে সিবিআই-এর অপেক্ষার মধ্যেই ভবানী ভবনের পিছনের পথ দিয়ে বের করে নেতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিআইডি। শেষ পর্যন্ত ঘণ্টাতিনেক অপেক্ষার পর অভিযুক্ত শাহজাহান এবং মামলার কাগজপত্র নিয়ে ভবানী ভবন থেকে বেরন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
2. তৃণমূলের সঙ্গে দুদশকের সম্পর্ক ছিন্ন করে এবার বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। বুধবার সজল ঘোষের সঙ্গে সল্টলেকে বিজেপির রাজ্যদপ্তরে আসেন তিনি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হাত থেকে পদ্মের পতাকা হাতে তুলে নেন। গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েই জয় শ্রীরাম স্লোগান দিলেন বর্ষীয়ান নেতা। দলবদল করেই তৃণমূলকে একহাত নিয়ে তাপস বলেন, “বাংলায় অরাজকতা চলছে। শেখ শাহজাহানদের, উত্তম সর্দারের, শিবু হাজরাদের সরকার চলছে।” তাঁর দাবি, “এই সরকারকে উৎখাত করে বাংলায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিজেপি যোগদান আমার।” তাপস রায়ের দলবদল নিয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, “তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক।” তবে শুভেন্দুর মতো তিনি যেন পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন, আশা কুণালের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।