হেডলাইন:
আরও শুনুন: 5 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, নওশাদের বিরুদ্ধে দায়ের এফআইআর
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের ফলঘোষণার পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা রুখতে নির্দেশ কলকাতা হাই কোর্টের। সেই মর্মেই রাজ্যকে কেন্দ্রের কাছে আবেদন জানানোর নির্দেশ দিল আদালত। পাশাপাশি ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধের মধ্যে বাহিনীকে যথাযথ জায়গায় মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এখনও পর্যন্ত রাজ্যে পৌঁছায়নি সমস্ত বাহিনী। বৃহস্পতিবার বাহিনী সংক্রান্ত শুনানিতে এই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। তবে কেন্দ্রের পক্ষ থেকে আদালতে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলায় সরাসরি পৌঁছে যাবে বাহিনী। এদিকে বিজেপি তথা বিরোধীদের দাবি ছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনা ঠেকাতে ফলপ্রকাশের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক বাংলায়। নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এবার সেই আরজিতে সায় দিল আদালত। পঞ্চায়েত ভোটের ফলগণনা শুরু হবে আগামী ১১ জুলাই। কিন্তু প্রক্রিয়া শেষ হতে হতে ১২ তারিখ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ১২ জুলাইয়ের পর আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে হবে জানিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি পঞ্চায়েত ভোট দিতে ব্যবহার হবে যে ব্যালট বাক্স, তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
2. আরও জোরালো নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ওঠা অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ঘরে আটকে রাখা, হুমকির মতো একাধিক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে বউবাজার থানায়। অভিযোগ গ্রহণ করে ইতিমধ্যেই ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
অভিযোগকারিণীর দাবি, দেড় বছর আগে বি বি গাঙ্গুলি স্ট্রিটের অফিসে মহিলা অভিযোগকারীকে আটকে রেখে ধর্ষণ করেছিলেন নওশাদ সিদ্দিকি। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায়শই সহবাস করতেন অভিযুক্ত। অভিযোগকারী মহিলা যখন বিয়ের জন্য চাপ দেন, তখনই সেই প্রতিশ্রুতি এড়িয়ে গিয়ে তাঁকে হুমকি দেন বিধায়ক, দাবি এমনটাই। লালবাজার সূত্রে খবর, প্রথমে নিউটাউন থানায় অভিযোগ জানান ওই মহিলা। এর পর বিধাননগর কমিশনারেটের ডিসির মাধ্যমে সেই অভিযোগপত্র কলকাতা পুলিশের কাছে এসে পৌঁছয়। যদিও ভোটের আগে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে, এই দাবিতে সব অভিযোগ নস্যাৎ করেছেন আইএসএফ বিধায়ক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।