রবিবাসরীয় ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আটে আট ভারত। জন্মদিনে সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন কোহলি। লোকসভা নির্বাচনে নজরে ডায়মন্ড হারবার। অভিষেকের বিপরীতে প্রার্থী হতে পারেন নওশাদ সিদ্দিকি। এথিক্স কমিটির বিরুদ্ধে ফের সরব মহুয়া মৈত্র। পেঁয়াজের দাম কমাতে তৎপর কেন্দ্র।ভোটপ্রচারে গিয়ে বিনামূল্যে রেশনের ঘোষণা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের।
হেডলাইন:
আরও শুনুন: 3 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ পাবে অধিকারীদের দুর্নীতি, চ্যালেঞ্জ কুণালের
বিস্তারিত খবর:
1. রবিবাসরীয় ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আটে আট ভারত। ‘বিরাট’ ম্যাজিকে মুগ্ধ কলকাতা সহ গোটা দেশ। একইসঙ্গে এদিন, শচীনের সেঞ্চুরির রেকর্ডও ছুঁলেন কিং কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে বিশ্বকাপে নিজের জন্মদিনে তাঁর ব্যাট থেকে এল দুরন্ত শতরান। এদিন ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। সেইসঙ্গে রোহিত, শ্রেয়সের দুরন্ত ব্যাটিং-এ ভর করে ৩২৬ রানের পাহাড় খাড়া করে ভারত। শুরু থেকেই মারমুখী ইনিং খেলেছেন ভারতীয় ব্যাটাররা। তবে ৩২৭ রানের টার্গেট তাড়া করতে নেমেও শুরুটা একেবারেই ঠিক হয়নি সাউথ আফ্রিকার। মাত্র ১২ রানেই প্রথম উইকেট হারায় টেম্বার দল। অবশেষে মাত্র ৮৩ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। একা জাদেজার ঝুলিতেই ৫ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও শামী। রবিবারের ইডেনে ২৪৩ রানে জয়ী ভারত।
অন্যদিকে, এদিন কোহলির জন্মদিন উদযাপনে বিশেষভাবে সেজেছিল তিলোত্তমা। ইডেনের চারপাশ সাজানো হয় বিরাট কোহলির কাটআউটে। কোহলির জন্য আনা হয় বিশেষ কেক-ও। জন্মদিন উপলক্ষে বিরাটকে সোনার ব্যাট উপহার সিএবি-র। সেইসঙ্গে এদিন গ্যালারিতে কোহলি ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। আর সেইসবের রিটার্ন গিফট হিসেবে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরিটাও এদিনই করলেন কোহলি।
2. লোকসভা নির্বাচনে বিশেষ নজরে ডায়মন্ড হারবার। ইতিমধ্যেই, দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু। প্রয়োজনে অন্য দলের কাউকে দাঁড় করাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। এবার তাঁর সেই ইঙ্গিতেই, মান্যতা দিলেন নওসাদ সিদ্দিকি। সাফ জানালেন, দল অনুমোদন দিলে তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে লড়বেন তিনিই। একইসঙ্গে বর্তমান সাংসদকে প্রাক্তন করারও চ্যালঞ্জ ছুঁড়লেন নওশাদ। রবিবার এক সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকি, অভিষেকের ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ টানেন। তাঁর প্রশ্ন, “পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখতে পেলাম ডায়মন্ড হারবার মডেল কী?” পঞ্চায়েত ভোটের আগেও একবার ডায়মন্ড হারবারে প্রচার করতে গিয়ে নওশাদ সেখান থেকে নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। রবিবার সেই চ্যালেঞ্জই আরও জোরদার সুরে জানালেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।