ভোটের মাঝে রামলালা দর্শন প্রধানমন্ত্রীর। মন্দির প্রতিষ্ঠার সাড়ে তিন মাস পর ফের অযোধ্যায় মোদি। সাষ্টাঙ্গে প্রণাম সেরে দিলেন পুজোও। রাজ্যপালের বিরুদ্ধে তদন্তের এক্তিয়ারই নেই রাজ্য পুলিশের। ফের বিবৃতি জারি রাজভবনের। সন্দেশখালি ইস্যুতে ফের সরব মমতা। তোপ দাগলেন অভিষেকও। প্রতিশ্রুতি রক্ষা করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে মোদি। সোমবারই প্রকাশ ICSE ও ISC-র ফলাফল।
হেডলাইন:
আরও শুনুন: 4 মে 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালি ‘সাজানো ঘটনা’, স্টিং ভিডিও হাতিয়ার করে বিজেপিকে তোপ অভিষেকের
বিস্তারিত খবর:
1. প্রাণপ্রতিষ্ঠার পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের মাঝেই সারলেন রামলালার দর্শন। এদিন বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায় তাঁকে। রবিবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে জোড়া সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নির্ধারিত সূচিতে রামলালার দর্শনও ছিল। সেইমতো এদিন রামমন্দিরে যান মোদি। এরপর প্রায় ২ কিমি জুড়ে চলে তাঁর রোড শো। এদিন মোদির অয্যোধ্যায় আসা উপলক্ষে সেজে ওঠে গোটা শহর। প্রধানমন্ত্রীর বড় বড় কাট আউটে মুড়ে ফেলা হয়েছে শহর। একই সঙ্গে আঁটসাট করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থাও। পঞ্চম দফায় আগামী ২০ মে অয্যোধ্যায় ভোট। তাঁর আগে রামলালার দর্শন করেই প্রচারে শান দিলেন নরেন্দ্র মোদি।
2. রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্তের এক্তিয়ার নেই রাজ্য পুলিশের। বিবৃতি জারি করে আরও একবার এ কথা জানিয়ে দিলেন রাজ্যপাল। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন রাজভবনেরই জনৈক অস্থায়ী মহিলা কর্মী। যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যে এই ইস্যুতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কলকাতা পুলিশের। তবে, পুলিশের যে এ বিষয়ে তদন্তের এক্তিয়ার নেই তাই-ই বিবৃতি জারি করে জানিয়েছেন রাজ্যপাল। X হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে সংবিধানের বিশেষ ধারার উল্লেখ রয়েছে। ওই ধারা অনুযায়ী, স্বপদে থাকাকালীন কোনও রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করা যেতে পারে না। তাঁকে গ্রেপ্তার করাও সম্ভবপর নয়। তাই তাঁর বিরুদ্ধে তদন্ত এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে SET গঠন করেছে। রাজভবনের ওসির কাছ থেকে সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে। কোনও সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করার আদৌ এক্তিয়ার আছে কি না, সেই প্রশ্নও তোলা হয়। এই অভিযোগ প্রসঙ্গে রাজভবনের সঙ্গে যুক্ত কেউ কোথাও কোনও মন্তব্য করতে পারে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। রাজভবনের স্থায়ী, অস্থায়ী, আংশিক সময়ের কর্মীদের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য বলেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।