করোনা মিটলেই কার্যকর সিএএ। দু-দিনের বঙ্গ সফরে ঘোষণা অমিত শাহের। কাটমানি, সিন্ডিকেট প্রসঙ্গে খোঁচা তৃণমূলকে। পালটা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় নেই আইনের শাসন। মানবাধিকার কমিশনকে টেনে টোপ অমিত শাহর। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। উত্তরপ্রদেশ, দিল্লির প্রসঙ্গ তুলে শাহকে আক্রমণ মমতার। রাজনৈতিক দল নয় ‘জন সূরজ’। নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রশান্ত কিশোর।
হেডলাইন:
আরও শুনুন: 4 মে 2022: বিশেষ বিশেষ খবর- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল আরবিআই
বিস্তারিত খবর:
১। দুদিনের বঙ্গ সফরে এসে শুরু থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শিলিগুড়ির জনসভা থেকে তিনি জানান, সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। তাঁর আশ্বাস করোনা কাটলেই লাগু হবে সিএএ। এদিন সিন্ডিকেট ও কাটমানি প্রসঙ্গ তুলেও তৃণমূল সরকারকে খোঁচা দেন তিনি। গত বিধানসভা ভোটের সময়ও এই নিয়ে ধারাবাহিক ভাবে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল গেরুয়া শিবির। জয় অবশ্য অধরাই থেকেছে। ভোটের পর প্রথমবার বাংলা সফরে এসে সেই কাটমানি প্রসঙ্গ তুলেই অমিত শাহ জানান, তৃতীয়বার ক্ষমতায় এসেও একটুও শুধরোয়নি মমতা সরকার। তাঁর আরও অভিযোগ, বাংলার মানুষের উপর এখনও অত্যাচার চলছে। সিন্ডিকেট এবং কাটমানির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ। শাহী খোঁটার জবাব দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা প্রশ্ন, কাটমানির সংজ্ঞা কী? মানুষের পকেট থেকে নানা ছুতোয় কেন্দ্র যে টাকা কাটছে, তা কি ছাঁটমানি? এই প্রসঙ্গ উত্থাপন করেই অমিতের বক্তব্যের জবাব দিয়েছেন মমতা।
২। বঙ্গ সফরের শুরুতেই আইনশৃঙ্খলার প্রশ্নে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন অমিত শাহ। জানালেন, জাতীয় মানবাধিকার কমিশন বলছে, বাংলায় আইনের শাসন নেই। স্বৈরাচার চলছে। যে দল ক্ষমতায় রয়েছে তাদের ইচ্ছেয় সবটা হয়। বিএসএফ-কেও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সীমান্ত রক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ তাঁর। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে হাঁসখালি, বগটুই কাণ্ডের কথাও। হাঁসখালি ধর্ষণকাণ্ডের কথা উল্লেখ করে তাঁর দাবি, দেশের যে কোনও প্রান্তে কিছু ঘটলে প্রতিনিধি দল পাঠান মমতা। তাহলে নিজের রাজ্যে কিছু হলে কেন সেখানে প্রতিনিধি দল পাঠান না মমতা? প্রশ্ন তোলেন তিনি। জবাবে পালটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কর্তব্যের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পালটা প্রশ্ন, উনি কি কেবল বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী নাকি গোটা দেশের? মানবাধিকার কমিশন বা জাতীয় কমিশনকে কেন শুধু বাংলাতেই পাঠানো হয়, সে প্রশ্নও তোলেন মমতা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লির জাহাঙ্গিরপুরীর দৃষ্টান্ত তুলে দিয়ে অমিতের বিরুদ্ধে পালটা আক্রমণ শানান মমতা। সাফ জানিয়ে দেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। আর রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর সমস্ত অভিযোগ এক কথায় নস্যাৎ করেই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।