বিজেপিতেই যোগ, জল্পনায় শিলমোহর প্রাক্তন বিচারপতির। ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ ভোটে হারাবেন, নাম না করে অভিষেককে চ্যালেঞ্জ অভিজিতের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পালটা তোপ তৃণমূলের। বিচারপতি থাকতেই বিজেপির সঙ্গে যোগ, খোঁচা অভিষেকের। আদালত অবমাননার অভিযোগে সরব কুণাল। সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। আড়াই ঘণ্টা অপেক্ষা করে শাহজাহানকে ছাড়াই ফিরল CBI।
হেডলাইন:
আরও শুনুন: 4 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- ক্ষোভ উগরে তৃণমূল ছাড়লেন তাপস রায়, বিজেপির হয়ে ভোটে লড়ার জল্পনা
বিস্তারিত খবর:
1. বিজেপিতেই যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সাংবাদিক বৈঠক করে ঘোষণা প্রাক্তন বিচারপতির। সম্ভবত ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি। তাঁর বক্তব্য, “বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। তাই বিজেপিতে যোগ দিচ্ছি।” বিজেপির সুরেই কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়েও খোঁচা অভিজিতের।
বিচারপতির আসন থেকে রাজনীতির মাঠে পা রেখেই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ২০০৯ সালে তৎকালীন শাসকদল সিপিএমের যা পরিণতি হয়েছিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই একইভাবে শেষ হয়ে যাবে তৃণমূল। মঙ্গলবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ, “ডায়মন্ড হারবারে নির্বাচনে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব।” ‘নারদ কাণ্ড’-কে অভিষেকের চক্রান্ত বলে অভিযোগ করে তাঁর সাফ দাবি, শুভেন্দু অধিকারী চক্রান্তের শিকার। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতাদের খোলা সার্টিফিকেট দিয়েছেন সদ্যপ্রাক্তন বিচারপতি।
2. বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করতেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পালটা দিল তৃণমূল। সাংবাদিক সম্মেলন করে তাঁর আইনি শিক্ষা নিয়েও প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল। এমনকি, তাঁকে পালটা চ্যালেঞ্জও ছোড়া হয়েছে।
মঙ্গলবার মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলা ইঙ্গিত দেন, বিচারপতি থাকাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে প্রাক্তন বিচারপতির স্বচ্ছ ভাবমূর্তিকে নিশানা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, “দুর্নীতির সঙ্গে আপেস করেছেন প্রাক্তন বিচারপতি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায় দিতেন। নিজের রায়কে হাতিয়ার করে বিজেপিতে যোগ দিচ্ছেন।” এর পরই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আনেন কুণাল ঘোষ। দ্রুত বিচার শেষ করা প্রসঙ্গে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বাকি বিচারকরা ঠিক করবেন, তাঁকে রোল মডেল করবেন নাকি অন্যপথে চলবেন। তাঁর এই মন্তব্যের পালটা কুণালের দাবি, নিজের ইমেজ বিল্ডিং করতে অন্য বিচারকদের অপমান করছেন অভিজিৎ। প্রাক্তন বিচারপতিকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের ঘোষণায় সরগরম রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।