তৃণমূলের অন্দরে ‘বিজেপির চর’ থাকার দাবি। বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘাসফুল শিবিরের তরফে পালটা দিলেন কুণাল ঘোষ। জামাইষষ্ঠীর দিন মেয়েদের মঙ্গলকামনায় পালিত হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’। আয়োজনে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা নেতৃত্ব। দেশে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত চার হাজারের বেশি। ফের করোনার থাবা এবার বলিউডে। সংক্রমিত খোদ শাহরুখ খান।
হেডলাইন:
আরও শুনুন: 3 জুন 2022: বিশেষ বিশেষ খবর- কোপ মধ্যবিত্তের সঞ্চয়েও, ইপিএফ-এ সুদ কমানোর প্রস্তাবে সায় কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. তৃণমূলের অন্দরে রয়েছে বিজেপির ‘চর’। এমনই বিস্ফোরক দাবি করলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে রাজনৈতিক মহলে উসকে উঠল জল্পনা। পালটা সুকান্তকে ‘ডাহা ফেল করা সভাপতি’ বলে কটাক্ষ কুণাল ঘোষের।
দলের অভ্যন্তরে অন্য দলের চর থাকা নিয়ে রাজ্য রাজনীতিতে টানাপোড়েন চলছেই। এর আগে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেছিলেন, বিজেপিতে ‘তৃণমূলের চর’ রয়েছে। একই ইঙ্গিত দিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, বিজেপির ৮০ শতাংশ নেতাই দলবদল করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এমনকি জেপি নাড্ডার নেতৃত্বে সাংগঠনিক বৈঠকে কী কথাবার্তা হবে, তাও মুহূর্তেই জেনে যেতে পারেন বলে দাবি করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আর এবার একই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরাতন মালদায় দলীয় কর্মসূচির ফাঁকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “প্রত্যেক দলই অপর দলে লোক ঢুকিয়ে রাখে। আমাদেরও কিছু লোক আছে, যাঁরা ওদিক থেকে খবর দেয়।” যদিও এই কথায় গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। একের পর এক ভোটে হারের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই সুকান্ত এমন দাবি করেছেন বলেই মত তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
2. জামাইষষ্ঠীর দিনে অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা নেতৃত্বের। তাঁদের আয়োজনে পালিত হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’। পুজো দিয়ে কন্যাশ্রীদের মঙ্গলকামনা করলেন তাঁরা।
আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা আদায় করে নিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পে মেয়েদের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পড়াশোনার ব্যয় বহন করার ভার নিয়েছে রাজ্য সরকার। নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মেয়েদের স্বনির্ভর হওয়ার দিকে কয়েকধাপ এগিয়ে দিয়েছে এই কন্যাশ্রী প্রকল্প। আগামী দিনে এই কন্যাশ্রীরা যাতে সুস্থ ও সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে, সেই শুভকামনায় রবিবার কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করা হয় বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা কার্যালয়ে। এদিন ষষ্ঠী পূজার পাশাপাশি জেলা মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী কন্যাশ্রীদের হাতে পবিত্র লাল সুতো বেঁধে দেন। এহেন অভিনব আয়োজনে আপ্লুত মেয়েরাও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।