বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে দায়ের এফআইআর। ‘রাজনৈতিক চক্রান্ত’, অভিযোগ উড়িয়ে দাবি বিধায়কের। ইডির তলব এড়িয়ে ভোটপ্রচারে সায়নী ঘোষ। নথি পাঠিয়েছেন ইডি দপ্তরে, দাবি অভিনেত্রীর। রাজি ভোটের ফলপ্রকাশের পর ফের হাজিরাতেও। তৃণমূল ছাড়ার আগে ছিল উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব। বিস্ফোরক দাবি শুভেন্দুর। ‘মনগড়া কথা বলছেন বিরোধী দলনেতা’, পালটা কুণালের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই কোর্টে শুভেন্দু। খারিজ অধীরের আরজি, একদফাতেই ভোটগ্রহণে সায় আদালতের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন নেতা, এই অভিযোগে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের এক তরুণীর। উঠেছে শারীরিক নিগ্রহের অভিযোগও। তবে সমস্ত অভিযোগ নস্যাৎ করে ভাঙড়ের আইএসএফ বিধায়কের দাবি, এ সবই রাজনৈতিক চক্রান্ত।
বুধবার নওশাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা ওই তরুণী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা, তা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি ওই তরুণী। এই ইস্যুতে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে সুর চড়ান সব্যসাচী। পালটা নওশাদের বক্তব্য, এর আগেও পুলিশকে মারধরের অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ এনেও তাঁকে আটকে রাখতে পারেনি শাসকদল। এবারও ওই তরুণীকে সঙ্গে করে নিয়ে অভিযোগ করাতে এসেছেন তৃণমূল নেতা। ভোটের মুখে এই এফআইআরের পিছনে তৃণমূলের হাত দেখছেন আইএসএফ নেতা। তবে সব চক্রান্তের জন্য প্রস্তুত রয়েছেন বলেই সাফ দাবি করলেন নওশাদ সিদ্দিকি।
2. ইডি দপ্তরে প্রথমবার হাজিরা দিয়ে ১০০ শতাংশ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। কিন্তু বুধবার ইডির দ্বিতীয় তলব এড়ালেন তিনি। সিজিও কমপ্লেক্সে হাজিরা না দিয়ে ভোট প্রচার করতে এদিন গলসিতে যান সায়নী। সেখান থেকেই জানালেন, ইডি দপ্তরে প্রয়োজনীয় নথি পাঠিয়েছেন তিনি।
বুধবার দ্বিতীয়বারের জন্য সায়নীর হাজির দেওয়ার কথা ছিল সিজিও কমপ্লেক্সে। তিনি যাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ধন্দ। সকালে নেত্রীর বাড়ির কেয়ারটেকার মারফত জানা যায়, তিনি সকাল ৫ টায় বেরিয়েছেন। আর বেলা গড়াতেই জানা যায়, ইডি দপ্তরের বদলে শেষ ধাপের প্রচারে গলসি যাবেন তিনি। প্রথমবার ইডি তলবের পর সায়নীকে আর পঞ্চায়েতের প্রচারে দেখা যায়নি। কিন্তু এদিন গলসি থেকে সায়নীর বক্তব্য, “ভোটের আর দুদিন বাকি। যুব সভানেত্রী হিসেবে আমার একটা দায়িত্ব থেকেই যায়। ইডিকে বলা আছে, ভারচুয়ালি যদি প্রয়োজন পড়ে আমি অবশ্যই সহযোগিতা করব।” ১১ তারিখ অর্থাৎ ফল প্রকাশের পর যতবার তাঁকে ইডি তলব করবে, তিনি সশরীরে হাজিরা দেবেন বলেই জানিয়েছেন সায়নী ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।