ফের ধাক্কা বিজেপি শিবিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আলিপুরদুয়ারের বিধায়ক। বীরভূমের মাড়গ্রামে বোমাবাজিতে মৃত দুই তৃণমূল কর্মী। অপসারিত বীরভূমের পুলিশ সুপার। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে নাম জড়িয়ে সায়নীকে আক্রমণ সৌমিত্রের। পালটা আইনি নোটিস যুবনেত্রীর, দাবি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার। বাংলার মডেলেই ত্রিপুরায় উন্নয়ন। বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তেহার প্রকাশ তৃণমূলের। প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন তৃণমূল দরজা খুলে দিলেই একাধিক বিজেপির নেতা তাঁদের দলে যোগ দেবেন। যদিও তাঁর এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ছিল বিজেপি। পালটা দাবি করা হয়েছিল, একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদানের অপেক্ষা করছেন। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৃণমূলের তরফে টুইটে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে তৃণমূল নেতা গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “বিজেপিতে থাকা যায় না। উনি তৃণমূলে এসেছেন। ওঁকে স্বাগত। আমরা একসঙ্গে কাজ করব।” যদিও লাগাতার ধাক্কা সত্ত্বেও অবস্থানে অনড় বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, লোকসভা নির্বাচনের আগে অনেকেই ক্ষমতার জন্য বিজেপির হাত ধরেছিলেন। তাঁরা আদতে ক্ষমতার অলিন্দে থাকতে চান। তার জন্য প্রয়োজনমতো শিবির বদল করেন। সুমনবাবুর দলত্যাগ বিজেপিতে কোনও প্রভাব ফেলবে না বলেই দাবি করেছেন তিনি। তবে কেন্দ্রীয় নেতৃত্ব এই দলবদল নিয়ে নড়েচড়ে বসেছে। সূত্রের খবর, বঙ্গ বিজেপির কাছে এ নিয়ে রিপোর্ট তলব করেছেন নাড্ডা-শাহরা।
2. পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে বোমাবাজি। শনিবার রাতে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের রামপুরহাটের মাড়গ্রাম। গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তাঁর বন্ধু নিউটন শেখ ও সুজাউদ্দিন নামে তিন তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় নিউটন শেখের। রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে মৃত বলে ঘোষণা করা হয় তৃণমূল নেতার ভাই লালটু শেখকে। জখম সুজাউদ্দিন এখনও চিকিৎসাধীন। মৃত ও আহতদের পরিবারের দাবি, বোমাবাজির দায় কংগ্রেসের। যদিও তা অস্বীকার করেছে কংগ্রেস। তবে ঘটনা সম্পর্কে তৃণমূলের তরফে কিছুটা অন্যরকম দাবি করেছেন ফিরহাদ হাকিম। রবিবার তিনি বলেন, “মাড়গ্রামে বাইরে থেকে লোক এনে ষড়যন্ত্র করছে। বীরভূমের পাশে ঝাড়খণ্ড। ওখানে মাওবাদীরা আছে।” ঘটনায় মাওবাদী যোগ থাকতে পারে বলেই শুরু হয় জল্পনা। এদিকে এই অশান্ত পরিবেশের মধ্যেই সরানো হল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বীরভূমের নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত নগেন্দ্র ত্রিপাঠীর বীরভূমের এসপি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রবিবার মাড়গ্রামে বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পরই তাঁকে বদলির সিদ্ধান্ত নেওয়া হল। যদিও দুটি ঘটনার মধ্যে কোনও যোগ নেই বলেই দাবি করেছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।