উঠল ডাক্তারদের কর্মবিরতি। আমরণ অনশনের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলায় মিছিল নিয়ে পুলিশের সঙ্গে বচসার অভিযোগ। দাড়িভিটের ২ ছাত্রকে ‘ভাষা শহিদ’ মর্যাদার দাবি সুকান্তর। তথ্যপ্রমাণ লোপাটে ষড়যন্ত্র সন্দীপ-অভিজিতের, দাবি সিবিআইয়ের। পুজোয় বৃষ্টির সম্ভাবনা ওড়াল হাওয়া অফিস। এসসিও সামিটে যোগ দিতে পাকিস্তান সফরে জয়শংকর।
হেডলাইন:
আরও শুনুন: 3 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শীঘ্রই ঘোষণা মমতার, কুণালকে জানালেন দেব
বিস্তারিত খবর:
1. উৎসবের মরশুমে ফের পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা। তবে প্রত্যাহার করলেন কর্মবিরতি। শুক্রবার ধর্মতলা থেকে চিকিৎসকরা জানিয়ে দিলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মিটলে আমরণ অনশন করবেন তাঁরা। এদিন এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর ধর্মতলার ওয়াই চ্যানেলে মঞ্চ বেঁধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। অভিযোগ, পুলিশ তাঁদের মঞ্চ বাঁধতে বাধা দেয়। এক জুনিয়র চিকিৎসকের উপর হামলা করা হয় বলেও জানান চিকিৎসকরা। এমনকি বেশ কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান জুনিয়র চিকিৎসকরা। পুলিশকে ঘিরে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। পুজোর মরশুমে ব্যস্ত এলাকা অবরুদ্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার আমজনতা। শেষ পাওয়া খবর অনুযায়ী নিজেদের দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকরা।
2. ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা। এই আবহে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দাবি, দাড়িভিট স্কুলে পুলিশের গুলিতে নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদা দেওয়া হোক। ৬ বছর আগে উর্দু ভাষা শিক্ষকের বদলে বাংলা শিক্ষকের দাবি করে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল। বিজেপি নেতার দাবি, উত্তর দিনাজপুরের ওই স্কুলে ২ ছাত্রর শহিদ স্মারক তৈরি হোক।
২০১৮ সালে, বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুলের ছাত্ররা বিক্ষোভে নেমেছিল। তাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার নামে ২ ছাত্রের। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের নির্দেশে সিআইডি এই মামলার তদন্তভার গ্রহণ করে। সেই তদন্ত চলছে এখনও। এই আবহে ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদা দিতে চাইলেন সুকান্ত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।