হাওড়ায় রামনবমীর অশান্তিতে ‘বহিরাগত’ যোগ। অস্ত্রধারী যুবকের গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে তোপ মমতার। ‘নন্দীগ্রামে ভোট লুট হয়েছে’, দিঘার সভা থেকে সাফ দাবি মুখ্যমন্ত্রীর। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা কর্মীদের। রাজ্যকে আরও হাজার কোটি টাকা পাঠাল কেন্দ্র। উত্তরবঙ্গ সফর সেরেই রিষড়ায় রাজ্যপাল আনন্দ বোস। সিকিমে তুষারঝড়ের জেরে বিপাকে অন্তত ৩৫০ পর্যটক। আটকে একাধিক বাঙালিও। অরুণাচলে ফের চিনা আগ্রাসন। গালওয়ানের পর চিনকে ক্লিনচিট দেওয়ার জের, মোদিকে তোপ কংগ্রেসের।
হেডলাইন:
আরও শুনুন: 3 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- হনুমান জয়ন্তীর আগে হুঁশিয়ারি, হিংসা নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 1 এপ্রিল 2023: বিশেষ বিশেষ খবর- মমতার ধরনায় সুর নরম কেন্দ্রের, ১২০০ কোটি বকেয়া মেটানোর সিদ্ধান্ত
বিস্তারিত খবর:
1. হাওড়ায় রামনবমীর অশান্তিতে ‘বহিরাগত’ যোগ। মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে যোগ দেওয়ার অভিযোগে, বিহারের মুঙ্গের থেকে সুমিত সাউ নামে এক যুবককে গ্রেপ্তার করল হাওড়া পুলিশ। জেরায় নিজের দোষ স্বীকার করেছে ওই যুবক। মঙ্গলবার দিঘার সভা থেকে এই গ্রেপ্তারি নিয়েই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ দাবি, “বাইরে থেকে গুন্ডা এনে বিজেপি বাংলায় অশান্তির চেষ্টা করছে।” এদিনের সভায় দাঁড়িয়ে মমতা বলেন, “ওরা জানে না, বাংলার মানুষ এসব অশান্তি পছন্দ করে না, তারা রুখে দাঁড়াবেই।” এরপরই জনতার উদ্দেশ্যে তাঁর বার্তা, “দয়া করে আপনারা প্ররোচনায় পা দেবেন না। অশান্তিতে উসকানি দেবেন না। শান্তি বজায় রাখুন। আমরা সকলে শান্তির পক্ষে। যারা অশান্তি বাধাতে চাইছে, তাদের মুখের উপর জবাব দিতে হবে।” একইসঙ্গে ওই যুবকের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ঘটনায় সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সূত্রের খবর, এই মুহূর্তে সিআইডি এই ঘটনার তদন্ত করছে।
অন্যদিকে, শক্তিগড় শুটআউটে কয়লা মাফিয়া রাজু ঝা-র মৃত্যু নিয়েও এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভামঞ্চ থেকেই বিজেপির সঙ্গে কয়লা মাফিয়ার যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নাম না করে রাজু ঝায়ের সঙ্গে রাজনৈতিক দলের যোগ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক, নেতা মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক ছিল নিহত রাজুর। এসব নিয়েই এবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।
2. দিঘার সভা থেকে ফের নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে মুখ খুললেন মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরাসরি বলেন, “নন্দীগ্রামে ভোট লুট হয়েছে। বিজেপি যে কটি আসন পেয়েছে, জানবেন সব কটি আসনে লুট হয়েছে। ভোটের গণনার দিন তিন ঘণ্টা কেন লোডশেডিং হয়েছিল, তার হিসেব আমরা চাই।” একইসঙ্গে এদিন ফের নাম না করে অধিকারী পরিবারকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে অধিকারীদের ‘গদ্দার’ বলেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এদের কাজ অশান্তি করা। তবে কেউ বাংলাকে অশান্ত করতে চাইলে তা বরদাস্ত করা হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন মমতা।
অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের নিচুস্তরের কর্মীদেরও সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো। দিঘার কর্মীসভা থেকে এদিন তাঁর বার্তা, “দলের টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়ে পড়বেন না।” দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর সাফ কথা, দলের তরফে একটি কেন্দ্রে একজনকেই টিকিট দেওয়া সম্ভব। তাতে যারা টিকিট পাবেন না তাঁরা যদি নির্দল হয়ে দাঁড়িয়ে দলের ক্ষতি করেন, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকেই প্রধান্য দেওয়া হবে, সে কথাই এদিন স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।