হাওড়া-কাণ্ডে বিজেপির দিকেই অভিযোগের তির মুখ্যমন্ত্রীর। ‘সুপরিকল্পিত হামলা’, তোপ অভিষেকের। ঘটনায় গ্রেপ্তার ৩৫, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার। হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমিত শাহ। রাজ্যপালকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রীর। সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ শুভেন্দু। জিডি বিড়লায় ছাত্রীর যৌন হেনস্তার জেরে যাবজ্জীবন কারাদণ্ড দুই শিক্ষকের। ৫০ হাজার টাকা জরিমানারও নির্দেশ আদালতের। জমজমাট চলতি বছরের আইপিএলের উদ্বোধন। অরিজিৎ সিং-এর সুরে মাতোয়ারা ক্রিকেটপ্রেমীরা।
হেডলাইন:
আরও শুনুন: 30 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ধরনা থেকে ‘দিল্লি চলো’-র ডাক, বিরোধী ঐক্যের সুর বেঁধে দিলেন মমতা
বিস্তারিত খবর:
1. রামনবমীতে হাওড়ায় অশান্তির ঘটনায় বিজেপির উপরেই দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “বিজেপির অনেক শাখা রয়েছে। ওরাই পরিকল্পনামাফিক এই ঘটনা ঘটিয়েছে।” এক মাস আগেই এই পরিকল্পনা করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। রামনবমীর মিছিলে এক সমর্থকের হাতে বন্দুকের ভিডিও টুইট করে একই দাবিতে সরব হয়েছেন অভিষেকও। সাংবাদিক সম্মেলন করে অভিষেকের প্রশ্ন, অমিত শাহের সঙ্গে বৈঠকেই কি এই অশান্তির ছক কষেছিল বঙ্গবিজেপি? ২৭ তারিখ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরের দিন সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারাও। সংবাদমাধ্যমের উদ্দেশে তাঁরা বার্তা দিয়েছিলেন, “পরের দিন টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। দেখতে পাবেন।” এই মন্তব্যকেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে হাতিয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর প্রশ্ন, তাহলে কি এই অশান্তি দেখার কথাই বলেছিলেন বিজেপি নেতৃত্ব? রামনবমীতে পুলিশ মিছিলের অনুমতি দেয়নি বলেও দাবি রাজ্য সরকারের।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে। এলাকায় টহল দিচ্ছে র্যাফ। প্রশাসনকে সতর্ক করার পাশাপাশি হামলাকারীদের উদ্দেশে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. রামনবমীতে অশান্তির পর হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিতে ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেছেন তিনি। একইসঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করেও রাজ্যের খবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে হাওড়ার ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, বগটুই, আনিস খান কাণ্ড, সাগরদিঘি দেখার পর সংখ্যালঘু ভোট হাতছাড়া হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন মমতা। সেকারণেই পরিকল্পিতভাবে তৃণমূলের মুসলিম নেতাদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। তাঁর আরও দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির জেরেই হাওড়ায় অশান্তি হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তায় এসব হচ্ছে। ২৭ জন হিন্দু ও যারা অশান্তির সঙ্গে যুক্ত নয় এমন সংখ্যালঘুদের গ্রেপ্তার করা হয়েছে।” ঘটনায় এনআইএ ও সিবিআই তদন্তের দাবি তুলে ইতিমধ্যেই হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করেছেন বিরোধী দলনেতা। শান্তিরক্ষার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আরজিও জানিয়েছেন তিনি। হাওড়া কাণ্ডের জেরে রাজ্যের পুলিশমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতেও সরব শুভেন্দু অধিকারী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।