টানা বৃষ্টি, পরপর ভূমিধসে বিধ্বস্ত ওয়ানড়। উদ্ধার ১০৬ জনের দেহ, ধসে চাপা পড়ে শতাধিক মানুষ। আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি, মৃত অন্তত ২। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাড়ছে মেট্রো পরিষেবা। কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। অবশেষে কাটতে চলেছে টলিপাড়ার অচলাবস্থা। প্যারিসে দ্বিতীয় পদক জিতল ভারত। স্বাধীনতার পর একই অলিম্পিক্সে প্রথমবার জোড়া পদক, ১২৪ বছরের রেকর্ড ভেঙে নজির মনু ভাকেরের।
হেডলাইন:
আরও শুনুন: 27 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- বাংলার বঞ্চনার কথা বলতে বাধা, প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক ছাড়লেন মমতা
বিস্তারিত খবর:
1. ভয়াবহ ভূমিধসে কেরলের ওয়ানড়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চার ঘণ্টায় পরপর তিনবার ধস নেমে বিচ্ছিন্ন বিস্তৃত এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০৬ জনের, এখনও ধসে চাপা পড়ে রয়েছেন শতাধিক মানুষ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৫০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মর্মান্তিক এই প্রাকৃতিক বিপর্যয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনা। বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে রাস্তা ভেঙে যাওয়ায় বহু এলাকায় পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। ভারী বৃষ্টির কারণে আকাশপথেও উদ্ধার সম্ভব হচ্ছে না। সে কারণে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
ভয়াবহ এই দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, কেরলের এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থসাহয্য করা হবে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে স্থানীয় কংগ্রেস নেতাদের প্রয়োজনীয় সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী।
2. ফের বড়সড় দুর্ঘটনার কবলে রেল। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে দুর্ঘটনার মুখে পড়ে লাইনচ্যুত হাওড়া-মুম্বই এক্সপ্রেসের ১৮টি বগি। মৃত অন্তত ২। আহত ২০ জন। যদিও অসমর্থিত সূত্রের দাবি, আহতের সংখ্যা আরও অনেক বেশি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে জামশেদপুর থেকে ৮০ কিলোমিটার দূরে বডাবাম্বুতে। জানা গিয়েছে, লাইনচ্যুত হওয়া ১৮টি কামরার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। এছাড়াও বেলাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্যান্ট্রি কার। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাওড়া-সহ একাধিক স্টেশনে চালু করা হয়েছে হেল্পলাইন। চক্রধরপুর থেকে শুরু হয়েছে রিলিফ ট্রেন পরিষেবাও। এদিকে এভাবে একের পর এক রেল দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রকে কড়া তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া-মুম্বই এক্সপ্রেসের দুর্ঘটনার পর ফের ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থার বাস্তবায়নে ‘ঢিলেমি’ নিয়ে প্রশ্ন উঠেছে। মমতার সুরেই কেন্দ্রকে নিশানা অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের নেতানেত্রীদের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।