ডোরিনা ক্রসিংয়ে উলটে গেল বরযাত্রী বোঝাই বাস। জখম শিশু-সহ অন্তত ২০।মন কি বাত-এ গান্ধি-স্মরণ মোদির। মনে করালেন তাঁর আদর্শের কথা। পাশাপাশি অমর জ্যোতি সরানো নিয়েও দিলেন সাফাই।দেশে করোনা গ্রাফের নিম্নমুখী ট্রেন্ড অব্যাহত।সুস্থতার পথে রাজ্যও। অবিশ্বাস্য কীর্তি নাদালের। অস্ট্রেলিয়ান ওপেন জিতে হলেন ২১ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
হেডলাইন:
আরও শুনুন: 29 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- মোদি সরকারই কিনেছে পেগাসাস সফটওয়্যার, বিস্ফোরক রাহুল গান্ধী
বিস্তারিত খবর:
১। ফের শহরের রাস্তায় দুর্ঘটনা। ধর্মতলা সংলগ্ন ডোরিনা ক্রসিংয়ে বাসের চাকা ফেটে উলটে গেল মিনিবাস। দুর্ঘটনায় জখম অন্তত ২০ জন যাত্রী। এঁদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাঁকড়া-পার্কসার্কাস মিনিবাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিয়েবাড়ি যাচ্ছিলেন। পার্কসার্কাস থেকে বাঁকড়ার দিকে যাওয়ার সময় ডোরিনা ক্রসিংয়ের কাছে প্রবল শব্দে ফেটে যায় বাসের চাকা। এরপরই মিনিবাসটি একটি লাইটপোস্টে ধাক্কা খেয়ে উলটে যায়। চালক-সহ আহত হন ২০ জন। জখম ২ শিশুও।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে যায় ট্রাফিক পুলিশ, দমকল। ছুটে যান কলকাতা পুলিশের আধিকারিকরাও। তদন্তে নেমে একে একে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসে পুলিশের হাতে। দুর্ঘটনাগ্রস্ত বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে সেই ২০১৮ সালে। তারপরও বাসটি নিয়মিত রাস্তায় নেমেছে, যাত্রী বহন করেছে। শুধু ফিটনেস সার্টিফিকেটই নয়, বিমা-সহ একাধিক নথিপত্র মেয়াদোত্তীর্ণ। এসব জানার পর পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কড়া নির্দেশ দিয়েছেন, শহরের রাস্তায় এ ধরনের আনফিট বাস রুখতে অভিযান চালাতে হবে। RTO-কে এসব বাস বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর আরও জোর দেওয়া হল শহরের পথ নিরাপত্তায়।
২। ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। বছরের প্রথম মন কি বাতে শুরুতেই গান্ধীজিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, “আজ ৩০ জানুয়ারি, বাপুর প্রয়াণ দিবস। দিনটা বাপুর শিক্ষাকে মনে করায়।” এইসঙ্গে জানিয়ে দিলেন, অমর জওয়ান জ্যোতির সরানোর সিদ্ধান্তকে অনেকেই সমর্থন করেছেন। রাজধানী দিল্লির (Delhi) ইন্ডিয়া গেটের (India Gate) সামনে গত পাঁচ দশক ধরে জ্বলছিল অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। সেই শিখাকে মিশিয়ে দেওয়া হয়েছে নিকটস্থ ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ বা ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এ। যার পর বিতর্ক শুরু হয়। এদিনের মন কি বাতে সেই প্রসঙ্গ টানেন মোদি। বলেন, “ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত অমর জওয়ান জ্যোতি ও ন্যাশনাল ওয়ার মেমরিয়ালের চিরশিখা মিলিয়ে দেওয়া হয়েছে। এই আবেগঘন মুহূর্তে বহু শহিদ পরিবার ও দেশবাসীর চোখেই জল এসে গিয়েছিল।”এরপরেই প্রধানমন্ত্রী দাবি করেন, “বেশ কিছু প্রবীণ ব্যক্তি আমায় চিঠি লিখে জানিয়েছেন, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অমর জওয়ান জ্যোতি সরানোয় শহিদদের প্রতি যথাযোগ্য সম্মান জানানো হয়েছে।” দেশবাসীকে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ দেখতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে ছোটদের ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’ ঘুরে দেখা উচিত বলে মনে করেন তিনি। রবিবার দেশবাসীকে আজাদির অমৃত মহৎসোবের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।