ডিরেক্টর সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পায় ৫ মে। কিন্তু মুক্তি পাওয়ার আগে থেকেই এই ছবি নিয়ে দেদার চর্চা, রাজনৈতিক নেতা-নেত্রী থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই ছবি নিয়ে তুমূল আগ্রহ। তার অবশ্য ভাল-মন্দ দুদিকই রয়েছে। আবার রয়েছে ভারসাম্যও। কে বললেন সেই ভারসাম্যের কথা? আসুন শুনে নিই।
টিভি স্ক্রিনে বিতর্কের ঝড় আর টুইটারে টানা ট্রেন্ড হওয়ার দরুণ সংবাদের শিরোনামে উঠে এসেছে ‘দ্য কেরালা স্টোরি’। পশ্চিমবঙ্গে সিনেমাটির প্রদর্শন বন্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, যদিও আদালত তা নাকচ করে দিয়েছে। অনেকেই দাবি করেছেন যে, এটাই কেরালার আসল ছবি অর্থাৎ ছবিতে যা দেখানো হয়েছে তা কাল্পনিক নয়, নিখাদ বাস্তব। সম্প্রতি ‘ইনকগনিটো’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে এর সপক্ষে লেখা হয়েছিল যে, জনৈক মহিলা, যিনি তাঁর মুসলিম প্রেমিকের ধর্মবিশ্বাসকে আপন করে নেওয়ার কথা দিয়েছিলেন, ‘কেরালা স্টোরি’ দেখার পরই তিনি প্রেমিকের সঙ্গে ব্রেক-আপ করেন। তবে এর পাশাপাশি অন্য দিকের গল্পও আছে।
আরও শুনুন: ৩৬৫ দিন রোজ দেখেছেন সিনেমা, শাহরুখ-সলমনে মুগ্ধ সুধা মূর্তি
সম্প্রতি হিন্দি টেলিদুনিয়ার নামী অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য, তাঁর বরের সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ দেখে এসে টুইটারের মাধ্যমে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। দেবলীনার স্বামীর নাম শাহনাওয়াজ শেখ। এক বছর আগেই তাঁদের বিয়ে হয়েছে এবং এই অন্য ধর্মের পাত্রকে বিয়ে করার জন্য দেবলীনাকে নেটমাধ্যমে ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। কিন্তু দেবলীনা ও শাহনাওয়াজের পোস্টে তাঁদের ‘হ্যাপি কাপল’ ছবি, ভিডিও লোকজনের মুখ বন্ধ করে দেয়। এবার সেই দেবলীনাই স্বামীর সঙ্গে, কেরালা স্টোরির মত বিতর্কিত ছবি দেখে এসে মুখ খুললেন। তাঁর মতে, “মুসলিম মানেই জেহাদ বা দেগে দেওয়া চরমপন্থী নয়। আমার বরও মুসলিম, সে আমার সঙ্গে সিনেমাটি দেখেছে আর তারিফও করেছে। সিনেমাটি তাঁর খারাপ মনে হয়নি আর মুসলিম বিরোধী বলেও মনে হয়নি।” এরপরই দেবলীনা জানিয়েছেন যে, “আমার মনে হয়, সিনেমাটার প্রতি সমস্ত ভারতীয়দের দৃষ্টিভঙ্গি এইরকমই হওয়া উচিত।”
আরও শুনুন: ‘যারা ছবি নিয়ে আপত্তি তুলছে, তারাই সন্ত্রাসবাদী!’ ‘দ্য কেরালা স্টোরি’ বিতর্কে বিস্ফোরক কঙ্গনা
কেরালা স্টোরি সিনেমার বিরুদ্ধে সবথেকে বড় যে অভিযোগ ছিল, তা হল, ছবিটি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করছে, ঘৃণা ছড়াতে সহায়ক হচ্ছে। সিনেমার বিষয়বস্তু বিতর্কিত হলে এরকম একরৈখিক মতামতই ছড়িয়ে পড়ে। তবে তাঁর উলটোদিকও থাকে। অভিনেত্রীর বয়ান যেন আমাদের সামনে সেই সত্যই তুলে ধরল।