৪৩ ডিগ্রিতে তিলোত্তমা। ভাঙল সাত দশকের নজির, সর্বকালীন রেকর্ড গরম কলকাতায়। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে CESCকে ভর্ৎসনা মন্ত্রীর। মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা কোভিড টিকায়। রক্ত জমাট বেঁধে ঘটতে পারে থ্রম্বোসিসও। আদালতে স্বীকার অ্যাস্ট্রাজেনেকার। ‘চাকরি খাওয়া’র অভিযোগ, প্রাইমারি টেট মামলার শুনানিতে বিকাশরঞ্জনকে ঘিরে তুমুল বিক্ষোভ। নিয়োগ দুর্নীতিতে খারিজ পার্থর জামিন। টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের। অধিনায়ক রোহিতই, ডেপুটি হার্দিক। চোট সারিয়ে দলে ফিরলেন ঋষভ।
হেডলাইন:
আরও শুনুন: 28 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- দাবদাহে স্বস্তি-সংবাদ, দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা আগামী সপ্তাহেই
বিস্তারিত খবর:
1. ভাঙল সাত দশকের নজির, সর্বকালীন রেকর্ড গরম কলকাতায়। মঙ্গলবার শহরের তাপমাত্রা পৌঁছে গেল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার ইতিহাস বলছে, উনিশ শতকের গোড়াতেও রেকর্ড ভাঙা গরম পড়েছিল বঙ্গে। ১৯০২-র ২ এপ্রিল কলকাতার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এর পর ১৯৫৪-র এপ্রিলে একইরকম দাবদাহের শিকার হয়েছিল কলকাতা। সেবারও রেকর্ড গড়ে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি। এবার এপ্রিলের শেষে তাপমাত্রা দাঁড়াল ৪৩ ডিগ্রি। পারদ ৪৩ ডিগ্রি হলেও গরম অনুভূত হচ্ছে ৪৬ ডিগ্রির মতো। মুক্তি নেই তাপপ্রবাহ থেকেও। শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তবে সপ্তাহান্তে রবিবার স্বস্তি দিতে পারে ঝড়বৃষ্টি। এদিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বিদ্যুৎ বিভ্রাটের জন্য সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করলেন রাজ্যের বিদুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কোথাও কোনও ‘টেকনিক্যাল ফল্ট’ হলে সেখানে আগে জেনারেটর চালিয়ে পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ মন্ত্রীর।
2. কোভিশিল্ডে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা, ব্রিটেনের হাই কোর্টে জমা দেওয়া আইনি নথিতে স্বীকার করে নিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। মেনে নিল, তাদের তৈরি কোভিড টিকা বিরল হলেও ‘থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ বা টিটিএস তৈরি করতে পারে। যা থেকে থ্রম্বোসিস, প্লেটলেট কমে যাওয়ার মতো একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
বিশ্ব জুড়ে ‘কোভিশিল্ড’ ও ‘ভ্যাক্সজেভরিয়া’ নামে কোভিডের টিকা বিক্রি করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু আদালতে বেশ কয়েকটি পরিবার অভিযোগ করে যে, এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলেছে। গুরুতর শারীরিক সমস্যা এবং মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয় ফার্মাসিউটিক্যাল সংস্থাটির বিরুদ্ধে। সাম্প্রতিক কালে হার্ট অ্যাটাক ও সেরিব্রাল অ্যাটাকের হার বেড়ে যাওয়া, এর ফলে রক্ত জমাট বেঁধে থ্রম্বোসিস হওয়ার কারণগুলি অনুসন্ধান করা হচ্ছিল। এবার তার একটা উত্তর মিলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।