সম্পত্তির খতিয়ান নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপির দ্বৈরথ। খোলা চ্যালেঞ্জ কুণাল ঘোষের। সব জানেন মমতা-অভিষেক, দলের সঙ্গেই চলার বার্তা ধৃত জ্যোতিপ্রিয়র। বিজেপিকে বিঁধে নিজেকে ‘নির্দোষ’ ঘোষণা মন্ত্রীর। টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতে চাপেই মহুয়া। নতুন দুই জাতীয় সড়ক পাচ্ছে বাংলা। পাঁচ রাজ্যের ভোটের মুখে চাপে বিজেপি। প্রয়াত নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা।
হেডলাইন:
আরও শুনুন: 2 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ৫৫ রানেই দুরমুশ শ্রীলঙ্কা, বিরাট জয়ে সেমির টিকিট পাকা ভারতের
বিস্তারিত খবর:
1. সম্পত্তির খতিয়ান নিয়ে চরমে উঠল তৃণমূল-বিজেপির চাপানউতোর। সোশাল মিডিয়ায় পোস্ট, পালটা পোস্টে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিরোধী দলনেতার তরজা সামনে এসেছে। এই ইস্যুতে লাগাতার তর্কবিতর্কের মাঝেই এবার বড়সড় হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি সাফ জানালেন, ”২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে, হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে।” যদিও কে এই তথ্য প্রকাশ্যে আনবেন, সে বিষয়ে অবশ্য তৃণমূল মুখপাত্রের দাবি, তা তিনি জানেন না। তবে তাঁর দাবি, সব তৈরি আছে। কেউ না কেউ তা ফাঁস করবেন। এর আগেই নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এর জবাবে শুভেন্দু অধিকারী নিজের আয়কর রিটার্নের নথি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। তা নিয়েও কটাক্ষ করেন কুণাল ঘোষ। আর শুক্রবার এই ইস্যুতে ফের অধিকারী পরিবারকে তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র।
2. রেশন দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতে বন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এখনও তৃণমূলের সঙ্গেই রয়েছেন তিনি, সাফ জানালেন মন্ত্রী। নিজেকে আরও একবার নির্দোষ বলে দাবি করে জ্যোতিপ্রিয় এদিন বলেন, “মমতাদি-অভিষেক সব জানে।”
গত মাসের শেষে রেশন দুর্নীতি মামলায় ইডির জালে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। স্বাস্থ্যপরীক্ষা করাতে বেরনোর সময় মুখ খুলে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন জ্যোতিপ্রিয়। তাঁর আরও বক্তব্য, “বিজেপি আমাকে ফাঁসিয়েছে। দলের পাশে ছিলাম, আছি, থাকব। দল আমার পাশে আছে। আমি নির্দোষ।” খুব দ্রুত সত্য প্রকাশ হবে এবং তিনিও মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হওয়ার পরই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজ্যের নেতা-মন্ত্রীদের হেনস্তা করছে। সেই পথেই হেঁটে ফের ষড়যন্ত্রের ইঙ্গিত শোনা গেল জ্যোতিপ্রিয়র গলাতেও। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিককে সবরকম আইনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।