পাকিস্তানের মিছিলে ইমরান খানের উপর হামলা। গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ভরতি হাসপাতালে। খারিজ প্রাণরক্ষার আরজি। ২০০০ সালে লালকেল্লা হামলার মূল চক্রী আরিফের মৃত্যুদণ্ড বহাল সুপ্রিম কোর্টেও। চেন্নাইতে রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। ডেঙ্গু নিয়ে বিজেপির পুরসভা অভিযানে ধুন্ধুমার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১. বৃহস্পতিবার পাকস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মিছিলে বন্দুকবাজের হামলা। ঘটনায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী-সহ গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। মৃত্যু হয়েছে একজনের। আহতরা সকলেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। বন্দুকবাজকে গ্রেপ্তার করা হলেও তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। কী উদ্দেশ্যে হামলা তাও এখনও স্পষ্ট নয়। এদিন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ওয়াজিরাবাদে ‘রিয়াল ফ্রিডম’ মিছিল করাকালীন আচমকাই গুলি চলে। সূত্রের খবর, পিটিআই প্রধানের ডান পায়ে কমপক্ষে ৪-৫টি গুলি লাগে। তাঁকে নিয়ে তৎক্ষণাৎ লাহোরে রওনা দেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সম্বিৎ ফিরে পেতেই ইমরান বলেন, ”আল্লা আমাকে আরেকটা জীবন দিলেন, আবার লড়াই করব।” পিটিআই সেনেটর ফয়জল আহমেদ জানিয়েছেন, এদিনে হামলায় দলীয় এক নেতার মৃত্যুও হয়েছে। জখম হয়েছেন বহু নেতা-কর্মী। ইমরানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত তা জানতে ওয়াজিরাবাদের আইজিপির থেকে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে পাঞ্জাব প্রদেশের প্রশাসন। ঘটনার গতিবিধির দিকে নজর রাখছে এদেশের বিদেশমন্ত্রকও।
২. রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের দাদার আশি বছরের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই বুধবার কলকাতা থেকে চেন্নাই গিয়েছেন মমতা। বৃহস্পতিবার সকালে এই অনুষ্ঠানে যোগ দেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে তামিলনাড়ুর রীতি মেনে মাদল বাজিয়ে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী নিজেও মাদল বাজান। মমতা ছাড়াও এই অনুষ্ঠানে তামিলনাড়ুর সমস্ত রাজনৈতিক দলের প্রবীণ নেতাদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন তামিলনাড়ুর বিদ্বজনেরাও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও অনুষ্ঠানে যোগ দেন। তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণের সুপারস্টার রজনীকান্তও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের তাঁদের দেখা ও কথা হয়। স্ট্যালিন-মমতা সাক্ষাৎ রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।