করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর তৎপর কেন্দ্র। ঘটনাস্থল ঘুরে দেখলেন খোদ প্রধানমন্ত্রী, সাক্ষাৎ আহতদের সঙ্গেও। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মোদির। ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮, নিহত বাংলার ৩১ জন। দুর্ঘটনাস্থলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজনহারাদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকজ্ঞাপন একাধিক রাষ্ট্রনেতার। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।
হেডলাইন:
আরও শুনুন: 2 জুন 2023: বিশেষ বিশেষ খবর- ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত আপ করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি
আরও শুনুন: 1 জুন 2023: বিশেষ বিশেষ খবর- স্নাতকের ১ বছর পরেই স্নাতকোত্তর, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জন। পরিস্থিতির মোকাবিলায় তৎপর কেন্দ্র। এদিন দিল্লিতে দুর্ঘটনা নিয়ে বৈঠক সেরে সরাসরি ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। বালেশ্বরের সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে রেল। যাতে আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।’ রেলের পদস্থ আধিকারিকদের পাশাপাশি উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গেও কথা বলেন মোদি। খতিয়ে দেখেন উদ্ধারকাজ। বাহানাগা বাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সেখান থেকে আহতদের দেখতে বালেশ্বর হাসপাতালে যান মোদি। আহতদের চিকিৎসায় সরকার কোনোরকম ত্রুটি রাখবে না বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় নিহতদের জন্য এদিন ফের শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ট্রেন দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি। পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কড়া শাস্তি দেবে সরকার, আশ্বাস প্রধানমন্ত্রীর।
2. করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮। আহত ৭৪৭ জন, তাঁদের মধ্যে সংকটজনক অন্তত ৫৬ জন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার অন্তত ৩১ জন। এই পরিস্থিতিতে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছে অবস্থা খতিয়ে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়েই রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। রেলে সমন্বয়ের অভাব নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি, রেলমন্ত্রী থাকাকালীন তিনি কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সেই প্রসঙ্গও টেনেছেন মমতা। রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেও। দুর্ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মমতা।
শনিবার হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে বাহানগার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বালেশ্বরে গিয়ে মমতা বলেন, ‘‘বিপর্যয় নিয়ে রাজনীতি করি না। সাহায্য করতে এসেছি।’’ রেল দুর্ঘটনায় বাংলার বাসিন্দাদের বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় বাংলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দুর্ঘটনায় আহত ৫৪৪ জন রাজ্যবাসী। তাঁদের মধ্যে ২৫ জন ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন। ১১ জন রাজ্যের হাসপাতালে ভরতি। এদিন আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্ঘটনায় আহত ৪ জনকে এই হাসপাতালে ভরতি করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হলেও একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। রাজভবনের তরফে তাঁকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।