২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে রাজ্য। ১০০ দিনের কাজ নিয়ে ধরনামঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ‘রাজনীতিক বলেই উইচহান্ট চলছে’, অন্তরাল থেকে ইডিকে তোপ শেখ শাহজাহানের। ‘সরকার যাই করুক, সমর্থন করব।’ শাহের সঙ্গে সাক্ষাতের পর বাংলায় ফিরেই সাফ কথা রাজ্যপালের। দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাচ্ছেন আডবাণী। ক্যান্সার সচেতনতার স্বার্থেই ছড়ান মৃত্যুর খবর। ঘোষণা পুনম পান্ডের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ১০০ দিনের কাজ করে বঞ্চিত ২১ লক্ষ মানুষকে টাকা মেটাবে রাজ্য সরকার। আগামী ২১ ফেব্রুয়ারি তারিখে মিলবে বকেয়া। ধরনামঞ্চ থেকেই কেন্দ্রীয় বকেয়া ইস্যুতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বকেয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ৪৮ ঘণ্টা ধরনায় বসেছেন মমতা। তাঁর বিজেপিবিরোধী লড়াইয়ে এদিন শামিল হয়েছেন দিল্লির প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদবও। আর শনিবার ধরনার শেষ দিনের ভাষণে মমতা জানিয়ে দিলেন, ১০০ দিনের কাজ করে বঞ্চিত ২১ লক্ষ মানুষকে আগামী ২১ ফেব্রুয়ারি টাকা দেবে তাঁর সরকার। সেই টাকা পৌঁছে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাকি শ্রমিকদেরও টাকা দেবে রাজ্য সরকার। লোকসভা নির্বাচনের আগে এইভাবে শ্রমিকদের বকেয়া মেটানোর দায়িত্ব নেওয়া তৃণমূলের পালে বাড়তি হাওয়া জোগাতে পারে। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ। সেখানেই বাকি শ্রমিকদের বকেয়া মেটানো নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
2. রাজনীতিক বলেই উইচহান্ট চলছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। অন্তরাল থেকেই ইডির বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ তৃণমূল নেতার। আইনজীবীর মাধ্যমে এবার আদালতেও নালিশ জানালেন শাহজাহান।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি। সেদিন থেকেই নিখোঁজ তৃণমূল নেতা। পরে ইডি তাঁকে তলব করলেও, হাজিরা না দিয়েই আদালতে আগাম জামিনের আবেদন জানান নেতা। তাঁর আইনজীবীর দাবি, সমন না পাঠিয়ে লুকআউট নোটিস জারির ফলে গ্রেপ্তারির আশঙ্কা করছেন শাহজাহান। সে কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আইনজীবী মারফৎ শাহজাহানের দাবি, গত ১৬ ডিসেম্বর জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে একটি চিঠি পায় ইডি। তিনদিন পর বয়ান নেওয়া হয়। তার পর ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি। কেন তার মাঝে ডেকে বয়ান নিল না ইডি, সে প্রশ্ন তুলেছেন শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় ধৃত শেখ শাহজাহানের নাম ইডির এফআইআর কিংবা চার্জশিটের কোথাও নেই বলেও দাবি তাঁর আইনজীবীর। আগামী ১২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।