তাজপুরে রেঞ্জারকে হুমকির অভিযোগ। কারামন্ত্রী অখিল গিরিকে গ্রেপ্তারের দাবি বিজেপির। দলীয় বিধায়কের আচরণে ক্ষুব্ধ কুণাল ঘোষ। একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। DVC-র বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। ৫ জেলায় প্লাবনের আশঙ্কা নবান্নের। বিপর্যস্ত কেরলের পাশে বাংলা। ওয়ানড়ে গিয়ে মমতার বার্তা ২ তৃণমূল সাংসদের। ফের ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। আশা জাগিয়েও তৃতীয় পদক হাতছাড়া মনুর।
হেডলাইন:
আরও শুনুন: 2 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- ৩০০ পেরোল ওয়ানড়ে মৃতের সংখ্যা, আটকে বাংলার ২৪২ শ্রমিক
আরও শুনুন: 1 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- ওয়ানড় বিপর্যয়ে মৃত অন্তত ২৭৬, ঘটনাস্থলে হাজির রাহুল-প্রিয়াঙ্কা
বিস্তারিত খবর:
1. বনদপ্তরের আধিকারিককে হুমকির অভিযোগ। বিতর্কে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। জানা গিয়েছে, তাজপুরে বনদপ্তরের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানে উচ্ছেদ করতে গিয়েছিলেন কাঁথির রেঞ্জার মণীষা শ-সহ বনদপ্তরের কর্মীরা। অভিযোগ, উচ্ছেদে বাধা দেন রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি। রেঞ্জারকে হুমকি দিতেও শোনা যায় তাঁকে। উচ্ছেদ হলে প্রতিবাদ হবে বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি। কারামন্ত্রীর গ্রেপ্তারি দাবিও তোলে গেরুয়া শিবির। বিজেপির প্রশ্ন, মন্ত্রীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও মহিলার মর্যাদাহানির অভিযোগ দায়ের হবে? একইসঙ্গে মুখ্যমন্ত্রী অখিল গিরিকে মন্ত্রীসভায় রাখবেন কি না, সেই প্রশ্নও তুলেছেন বঙ্গ বিজেপির নেতারা।
দলীয় বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরির আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ বিষয়ে সোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে কুণাল বলেন, “মন্ত্রী অখিল গিরির কথা এবং আচরণের বিরোধিতা করছি। এটা অবাঞ্ছিত।” যদিও পুরো বিষয়টি নিয়ে অযথা জলঘোলা হচ্ছে বলে দাবি করেছেন মন্ত্রী অখিল গিরি। জানা গিয়েছে, এ বিষয়ে উচ্চতর কর্তৃপক্ষকে বিস্তারিত রিপোর্ট দিচ্ছেন পূর্ব মেদিনীপুরের ডিএফও সত্যজিৎ কর। মনে করা হচ্ছে, দপ্তরের রিপোর্ট পেলে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাতেন পারেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
2. একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। এর মাঝেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। নবান্নের অভিযোগ, রাজ্যকে না জানিয়ে এই জল ছাড়া হচ্ছে। তার জেরে দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্লাবনের আশঙ্কা করছে নবান্ন। একটানা ভারী বৃষ্টির মাঝেই শনিবার থেকে জল ছাড়ছে ডিভিসি। জানা গিয়েছে, আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে। ফলে বন্যার আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ডিভিসি রাজ্য সরকারকে না জানিয়ে গত ৪৮ ঘণ্টা ধরে প্রচুর জল ছাড়ছে। এদিকে আগামী ৫-৬ তারিখে ভরা কোটাল রয়েছে। ডিভিসির জল ছাড়ার সঙ্গে এই ভরা কোটালের জেরে হাওড়া, হুগলি, উদয়নারায়ণপুর, গোঘাট, আমতা প্রভৃতি অঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।” রাজ্যবাসীকে বিষয়টি নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে নবান্ন। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের আলিপুরদুয়ারেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী চার-পাঁচদিন কোচবিহার, আলিপুরদুয়ার-সহ একাধিক এলাকায় হড়পা বান, জলস্ফিতীর আশঙ্কা থাকছে। এদিকে, ভারী বৃষ্টির জেরে আসানসোলে একই দিনে মৃত্যু হল তিনজনের। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, তিনটি আলাদা আলাদা ঘটনায় মৃত্যু হয়েছে ওই তিনজনের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।