সাংবাদিকের ‘শ্লীলতাহানি’ ইস্যুতে সাফাই তন্ময় ভট্টাচার্যের। সিপিএম নেতার শাস্তির দাবিতে বরানগরে মিছিল তৃণমূলের। নেতৃত্বে সায়ন্তিকা। আর জি করে বিতর্কিত গ্লাভসে রক্ত নয়। পরীক্ষার পর জানালেন সুপার। লাল দাগের তথ্য উদ্ধারে হবে ফরেনসিক টেস্ট। স্বাস্থ্যসাথীর রোগী দেখতে লাগবে অনুমতি। সরকারি ডাক্তারদের প্রতি কড়া স্বাস্থ্যদপ্তর। এদিকে ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে রাজ্যকে তোপ মোদির। যৌন হেনস্তা ইস্যুতে স্বরূপ বিশ্বাসের মন্তব্যে মানহানি। ২৩ কোটির মামলা দায়ের টলি পরিচালকদের।
হেডলাইন:
আরও শুনুন: 28 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- পুলিশি তলবে সাড়া, তবে ‘শ্লীলতাহানি’র অভিযোগের পালটা তন্ময়ের
বিস্তারিত খবর:
1. সাংবাদিকের ‘শ্লীলতাহানি’ ইস্যুতে কাঠগড়ায় বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। অভিযোগ ওড়াতে গিয়ে ওজনের প্রসঙ্গ টেনে এনে তন্ময়ের মন্তব্য আরও বিতর্ক উসকে দিয়েছে। এই পরিস্থিতিতে খানিক ঢোক গিলেই এবার দমদম উত্তরের প্রাক্তন বিধায়কের দাবি, বডি শেমিং কী, তা বোঝেন না তিনি। তাই অজান্তেই কুমন্তব্য করে ফেলেছেন। তবে দলের সাসপেনশন সিদ্ধান্ত নিয়ে মন্তব্যে অনড় তন্ময়।
যদিও বাম নেতার কথায় বিতর্ক থামছে না আদৌ। এহেন ইস্যুতে প্রতিবাদের সুর চড়াচ্ছে শাসকদল তৃণমূল। ঘাসফুল শিবিরের নেতাদের একের পর এক সোশাল মিডিয়া পোস্টে বিদ্ধ তন্ময় ভট্টাচার্য। এবার আরও একধাপ এগিয়ে এই ইস্যুতে পথে শাসক শিবির। তন্ময়ের শাস্তি চাই, দাবি করে এবার প্রতিবাদ মিছিল বরানগরেই। নেতৃত্বে তৃণমূলের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
2. আর জি করে বিতর্কিত গ্লাভসের দাগ রক্তের ছিল না। ল্যাবরেটরিতে পরীক্ষার পর জানালেন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তবে গ্লাভসের ওই লাল দাগ আসলে কী, তা জানতেই বিশদে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ফরেনসিক বিভাগে।
তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের মাঝে আর জি করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল রক্তমাখা গ্লাভস নিয়ে। ট্রমা কেয়ারে কর্মরত এক ইন্টার্ন অভিযোগ করেছিলেন, একজন এইচআইভি রোগীর রক্ত নেওয়ার জন্য সিলড প্যাকেট থেকে গ্লাভস নিতে গিয়ে দেখেন, প্রায় প্রতিটি গ্লাভসেই অমন দাগ রয়েছে। এমন রক্তমাখা গ্লাভস হাতে পরে চিকিৎসা করলে রোগীদের শরীরে হেপাটাইসিস কিংবা এইচআইভি-র মতো রোগ ছড়াতে পারে বলে হুলুস্থূল পড়ে যায়। তদন্তের নির্দেশ দেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তবে বায়োকেমিস্ট্রি ল্যাবের পরীক্ষার ফল অন্তত জানিয়ে দিল, গ্লাভসে লেগে থাকা লাল রং রক্ত নয়। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই পালটা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।