কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। কালীঘাটে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বভারতীয় স্তরে শক্তিবৃদ্ধিতে জোর। অবশেষে সংসদে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল। বাদল অধিবেশনে গোলমালের জের। শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ১২ সাংসদ। তৃণমূলের মঞ্চে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশে জারি নয়া পাঁচ কোভিডবিধি।
হেডলাইন:
আরও শুনুন: 27 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন, বৈঠকে প্রধানমন্ত্রী
বিস্তারিত খবর:
1. পুরভোটের বাদ্যি বেজে গিয়েছে অনেক দিনই। ইতিমধ্যে প্রার্থীতালিকা প্রকাশ করে ফেলেছে তৃণমূল। তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বামেদেরও। বাকি ছিল শুধু বিজেপি। সোমবার কলকাতার ১৪৪ টি ওয়ার্ডের জন্য তালিকা প্রকাশ করল বিজেপি। বিদায়ী কাউন্সিলররা সকলেই টিকিট পেয়েছেন। প্রার্থীদের মধ্যে ৪৮ জন তরুণ। বাকিদের মধ্যে নতুন মুখের প্রাধান্য বেশি।
বর্তমানে কলকাতা পুরসভায় বিজেপির কাউন্সিলরের সংখ্যা ৪। গতবার ৭ জন জয়ী হয়েছিলেন। দু’জন তৃণমূলে যোগ দিয়েছেন। এছাড়া, একজন বিদায়ী কাউন্সিলর সম্প্রতি পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। একইসঙ্গে অর্ধেকের বেশি ওয়ার্ডে দলের যুব নেতৃত্বকে প্রার্থী করা হচ্ছে। যাঁদের বয়স চল্লিশের মধ্যে। কমপক্ষে ৩৫ শতাংশ মহিলা মুখ। সপ্তাহান্তে এই নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে দলের অন্দরে। তাৎপর্যপূর্ণভাবে, কলকাতায় ভোটের দায়িত্ব পাওয়া সত্ত্বেও সেখানে গরহাজির ছিলেন দলের সাংসদ অর্জুন সিং, রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।
2. সোমবার কালীঘাটে হয়ে গেল তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক। ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে শক্তি বাড়াতে উঠেপড়ে লেগেছে তৃণমূল। বিজেপি বিরোধী অবস্থানকে আরও জোরালো করার পাশাপাশি দলকে মজবুত করার নীল-নকশা তৈরি করতে সোমবার কালীঘাটে বৈঠকে বসে তৃণমূলের ওয়ার্কিং কমিটি। বৈঠকশেষে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দেন, দলের সংবিধান বদল হচ্ছে দলে। শুধু বাংলা নয়, দলের ওয়ার্কিং কমিটিতে স্থান পাবেন অন্যান্য রাজ্যের নেতারাও। দলের সাংবিধানিক স্তরে আরও একটি বড় বদল আনছে তৃণমূল। এবার থেকে ওয়ার্কিং কমিটির যে কোনও সিদ্ধান্তে ভেটো দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। বছর দুই পরে লোকসভা ভোট। বাংলার বাইরে একাধিক রাজ্যে ছাপ রাখতে মরিয়া তারা। ইতিমধ্যে কিছুটা সফলও হয়েছে। তাই জাতীয়স্তরের রাজনীতির কথা মাথায় রেখে দলের সংবিধানে পরিবর্তন আনা হবে। বাড়ানো হবে ওয়ার্কিং কমিটি। সেখানে স্থান পাবেন বাংলার বাইরের রাজ্যের তৃণমূল নেতারা। এমনটাই জানিয়েছেন ডেরেক। এদিন বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যরা ছাড়াও হাজির ছিলেন ত্রিপুরা, মেঘালয়, উত্তরপ্রদেশ, গোয়ার তৃণমূল নেতারা। ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য যশবন্ত সিনহাও। বৈঠকের শুরুতে সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। সর্বভারতীয় স্তরে কীভাবে এগোবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। সূত্রের খবর, বিজেপি বিরোধিতায় কংগ্রেসকে বাদ দিয়ে ‘একলা চলো’ নীতি নিচ্ছে ঘাসফুল শিবির। তবে কংগ্রেস তৃণমূলের সঙ্গে আসতে চাইলে স্বাগত জানাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।